Home Sports News বন্ধু বাবরের পাশে দাঁড়াতে গিয়ে বোর্ডের শোকজ নোটিস পেলেন সতীর্থ ফখর জামান

বন্ধু বাবরের পাশে দাঁড়াতে গিয়ে বোর্ডের শোকজ নোটিস পেলেন সতীর্থ ফখর জামান

by Bikram Banerjee
26 views

বিক্রম ব্যানার্জী: পাকিস্তান দল থেকে বাবার আজমকে বাদ দেওয়ায় পিসিবির সমালোচনায় সরব হয়েছিলেন সতীর্থ ফখর জামান। সমাজ মাধ্যমে পোস্ট করে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন বাবর বন্ধু ফখর। আর সেই কাজই কাল হল বাঁহাতি ব্যাটসম্যানের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করায় বিপদের মুখে পড়তে হল খেলোয়াড়কে। ফলস্বরূপ 15 অক্টোবর শোকজ করা হয় তাকে। 

বন্ধুর পাশে দাঁড়াতে গিয়ে শোকজ নোটিস পেতে হল ফখরকে 

অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের প্রথম টেস্টে দলকে সাফল্য এনে দিতে পারেনি বাবর। কাজেই এরপরই দল থেকে ছাঁটাই করা হয় তাকে। বোর্ডের সিদ্ধান্তে বন্ধুর চলে যাওয়া একেবারেই মেনে নিতে পারেননি ফখর জামান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হঠাৎই করে ফেলেন এক সোশ্যাল পোস্ট। এরপরই 15 অক্টোবর শোকজ করা হয় তাকে। পিসিবির সিদ্ধান্তের সমালোচনা করার কারণ জানানোর জন্য খেলোয়াড়কে 7 দিনের সময় দেয় বোর্ড। আর এই নির্দিষ্ট সময়ের মধ্যেই ফকর জানান, দীর্ঘদিনের বন্ধু তথা সতীর্থ বাবরের দল থেকে বাদ পড়া একেবারেই মেনে নিতে পারেননি তিনি। এই ঘটনা কার কাছে যথেষ্ট উদ্বেগের ছিল। ফলত মন্তব্য করে বসেন।

পিসিবিকে সাহসী জবাব ফখর জমানের

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে শোকজের নোটিস পাওয়ার 6 দিনের মাথায় বাঁহাতি ব্যাটসম্যান জানান, বাবর আজম বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আর এহেন একজন ভাল খেলোয়াড় দল থেকে বাদ পড়ায় নিজেকে সামলাতে পারেননি তিনি। সমাজ মাধ্যমে নিজের মতামত জানাতে বাধ্য হয়েছেন। পিসিবির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ফকর আরও বলেন, একজন দুর্দান্ত খেলোয়াড় হওয়ার সুবাদে খারাপ সময়েও সুযোগ পাওয়ার যোগ্য বাবর। 

প্রসঙ্গত, এখনও পর্যন্ত নিজের ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে মাত্র 3টি টেস্ট খেলার সুযোগ হয়েছে ফখরের। একটা সময়ের পাকিস্তান দলের পরিচিত মুখ ফখর জমান বর্তমানে হাঁটুর চোটের কারণে বাইরে রয়েছেন। সম্প্রতি দলের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণও হতে পারেননি তিনি। তবে মনে করা হচ্ছিল খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন 3 ওয়ানডে ও টি টোয়েন্টিতে খেলবেন ফখর। তবে সেই আশায় আগেই জল ঢেলেছিল হাঁটুর চোট, বর্তমানে বন্ধু বাবরের পাশে দাঁড়াতে গিয়ে বোর্ডের শোকজ নোটিস তাতে আরও এক নতুন পালক জুড়ে দিল। 

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা! জেনে নিন ঝড়ের সমস্ত আপডেট

You may also like