Home Sports News প্রয়াত হিথ স্ট্রিক, মাত্র ৪৯ বছরে থেমে গেল কিংবদন্তির লড়াই

প্রয়াত হিথ স্ট্রিক, মাত্র ৪৯ বছরে থেমে গেল কিংবদন্তির লড়াই

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক : এবার সত্যিই না ফেরার দেশে চলে গেলেন জিম্বাবোয়ের কিংবদন্তি অলরাউন্ডার হিথ স্ট্রিক। বেশ কয়েকদিন আগে তাঁর প্রাক্তন সতীর্থ হেনরি ওলোঙ্গা জানিয়েছিলেন স্ট্রিক প্রয়াত হয়েছেন। খবরটিকে ভুল প্রমাণিত করে স্ট্রিক নিজে জানিয়েছিলেন তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। এবার সমস্ত গুজবকে দূরে ঠেলে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। এদিন তাঁর স্ত্রী নাদিন স্ট্রিক সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণের খবর জানান। বিগত কয়েক বছর ধরেই লিভার ক্যান্সারে ভুগছিলেন জিম্বাবোয়ের এই তারকা ক্রিকেটার। জীবন – মৃত্যুর এই লড়াইয়ে তবুও শেষ রক্ষা হল না। উল্লেখ্য,৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ান ডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন জিম্বাবোয়ের হয়ে।৪৫৫ উইকেট নিয়েছিলেন।১০০০ রান ও ১০০ উইকেট ও রয়েছে তাঁর ঝুলিতে।এছাড়াও তিনি ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।তাঁর মৃত্যুতে গোটা ক্রিকেট মহলে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। সকলেই তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন।

You may also like