Home Sports News দ্বিতীয় টেস্টেও জেতা হল না ভারতের, নিজেদের অস্ত্রেই ঘায়েল রোহিত ব্রিগেড

দ্বিতীয় টেস্টেও জেতা হল না ভারতের, নিজেদের অস্ত্রেই ঘায়েল রোহিত ব্রিগেড

by Mahanagar Desk
0 views

বিক্রম ব্যানার্জী: এ যেন খানিকটা বিগত বাংলাদেশ সিরিজ শেষের পুনরাবৃত্তি! এক ম্যাচ বাকি থাকতেই ভারতকে হারাল নিউজিল্যান্ড। প্রথম টেস্টে বেঙ্গালুরুর ময়দানে সরফরাজ ও পন্থদের হাড় ভাঙ্গা পরিশ্রমের ফল পায়নি ভারত। ফলত পরাজয়ের দুঃখ নিয়েই পুনেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু করে রোহিত ব্রিগেড। তবে সেখানেও হারতে হল তাদের। সেই সাথে, ভারতকে পরাস্ত করে প্রথমবারের জন্য কোহলিদের ঘরের মাঠে জিতল নিউজিল্যান্ড। 

দ্বিতীয় টেস্টেও জেতা হল না ভারতের 

পুনের মাটিতে কিউই স্পিনারদের খেলতে গলদঘর্ম অবস্থা হয়েছিল ভারতীয় ব্যাটারদের। বিদেশি মিচেল স্যান্টনার একার হাতে দুই ইনিংস মিলিয়ে 13টি উইকেট তুলেছেন। এদিকে রোহিত- কোহলি-পন্থরা দ্বিতীয় ইনিংসের শুরুতে নিউজিল্যান্ডের ঠিক করে দেওয়া 259 রানের লক্ষ্য তাড়া করে 156 তেই প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয় ইনিংসে পৌঁছে ল্যাথাম বাহিনীর 359 রানের লক্ষ্য পূরণ করার স্বপ্ন দেখেছিল রোহিত শর্মারা। তবে সেখানেও সাথ দিল না ভাগ্য। 255 রানের পরই থেমে যায় ভারতের চাকা। সেই সাথে 113 রানের বিরাট ব্যবধানে জয় হাসিল করে নিউজিল্যান্ড। 

প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে জয়ের একটা বড় অংশ যায় নিউজিল্যান্ডের স্পিনারদের দিকেই। ম্যাচ শুরুর প্রথম থেকেই ভারতের ব্যাটেরদের চমক দেখাচ্ছিলেন তারা। প্রথম ইনিংসেই 7 উইকেট তুলে ভারতের বদলা নেন স্যান্টনার। যেই স্পিন নিয়ে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি উদ্ধার করেছে ভারত, সেই স্পিনাররাই ভারতের পরাজয়ের সবচেয়ে বড় কারণ হয়ে উঠল। তাও আবার সেই দলের কাছে যারা কিনা গত টেস্ট সফরে শ্রীলঙ্কার স্পিনারদের কব্জির জোরের সামনে মাথা নত করেছিল। ঘরের মাঠে ভারতের এই পরাজয় 12 বছরের ইতিহাসে প্রথম। যার জেরে তুমুল সমালোচিত হচ্ছেন দেশের হয়ে রান করতে ব্যর্থ বিরাট কোহলি ও রোহিত শর্মারা। শেষ ম্যাচের রণক্ষেত্র মুম্বই। সেখানেও কী একই অবস্থা হবে ভারতের? নাকি পরাজয় কাটিয়ে পুরনো ছন্দে ফিরবে দল? উত্তর মিলবে খুব শীঘ্রই। 

আরও পড়ুন: ইজরায়েলে হামলার তোড়জোড় শুরু করে দিয়েছে ইরান! কঠিন হতে পারে শেষের প্রতিশোধ

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved

Facebook Twitter Youtube Pinterest Linkedin Spotify