Home Sports News পাকিস্তানকে হারিয়ে ফের নজির গড়ল ভারত, রেকর্ড ছক্কা হাঁকালেন অধিনায়ক

পাকিস্তানকে হারিয়ে ফের নজির গড়ল ভারত, রেকর্ড ছক্কা হাঁকালেন অধিনায়ক

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: পাকিস্তান ম্যাচে এক দিনের ক্রিকেটে আবার  নজির গড়লেন রোহিত শর্মা। প্রথম ভারতীয় ও বিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে একদিনের ম্যাচে ৩০০টি ছক্কা মারার নজির গড়লেন তিনি।

রোহিতের সামনে পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিস গেল। আফ্রিদি ৩৫১টি ও গেল ৩৩১টি ছক্কা মেরেছেন। এক দিনের ক্রিকেটে ৩০০টি ছক্কা মারার জন্য পাকিস্তান ম্যাচে ৩টি ছক্কা মারতে হত রোহিতকে। ভারতীয় ইনিংসের সপ্তম ওভারে পরপর ছক্কা হাকাতে শুরু করেন রোহিত। এরপর নবম ওভারে তৃতীয় ছক্কা মেরে নজির গড়েন ভারত অধিনায়ক। কোনও সুযোগ ছাড়ছিলেন না তিনি। ছক্কার তালিকায় তৃতীয় স্থানে থাকলেও ইনিংসও অনেক কম নিয়েছেন রোহিত।

৩৫১টি ছক্কা মারতে ৩৬৯টি ইনিংস নিয়েছেন আফ্রিদি। গেল ২৯৪টি ইনিংসে ৩৩১টি ছক্কা মেরেছেন। রোহিতের ৩০০টি ছক্কা মারতে লেগেছে ২৪৬টি ইনিংস। অর্থাৎ, বাকি দু’জনকে টপকে শীর্ষে যেতে বেশি সময় লাগবে না রোহিতের। ৩০০টি ছক্কা মেরেই অবশ্য থেমে থাকেননি রোহিত। পাকিস্তানের বিরুদ্ধে চালিয়ে খেলতে থাকেন।

You may also like