Home Sports News চতুর্থ টেস্টে জিতে সিরিজে এগিয়ে গেলো ভারত

চতুর্থ টেস্টে জিতে সিরিজে এগিয়ে গেলো ভারত

by Mahanagar Desk
54 views

মহানগর ডেস্ক : স্পিনার দের কাঁধে ভর করে চতুর্থ টেস্ট জিতে ৫ টেস্টের সিরিজে ২-১ এ এগিয়ে গেলো রোহিত বাহিনী। চতুর্থ টেস্টে চতুর্থ দিনের লাঞ্চের পরেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ১৯১ রানের সহজ টার্গেট নিয়ে নেমে এক দিন বাকি থাকতেই ম্যাচ পকেটে পোড়ে ভারত।

চতুর্থ টেস্টে আগে ব্যাট করে ইংল্যান্ড প্রথম ইনিংসে রুটের সেঞ্চুরির (১২২) দাপটে ৩৫৩ রান তোলে। জবাবে ভাতের ইনিংস গুটিয়ে যায় ৩০৭ রানে। ভারতের তরফে উইকেট রক্ষক ধ্রুব জুয়েল ফের একবার ব্যাট হাতে নিজের দাপট দেখান। ৯০ রানের দারুন ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসে যশশ্রী (৭৩) গিল (৩৮) ও শেষের দিকে কুলদ্বীপ (২৮) ছাড়া কোনো ব্যাটার ই ক্রিজে দাগ কাটতে পারেনি।

যদিও ভারতীয় স্পিনারদের দাপটে মাত্র ১৪৫ রানে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়। ভারতের হয়ে অশ্বিন ৫ উইকেট ও কুলদ্বীপ ৪ উইকেট পায়। জবাবে শুরু টা ভালো করলেও মাঝে পর পর উইকেট হারায় ভারতীয় টিম। ৫ উইকেট হারিয়ে এক সময় সঙ্কটে পড়ে যাওয়া টিম কে সহজেই ম্যাচ জিতিয়ে দেয় গিল (৫২ নট আউট) ও তাকে যোগ্য সঙ্গত দেয় ধ্রুব জুয়েল (৩৯ নট আউট)

You may also like