বিক্রম ব্যানার্জী: প্রথম টেস্টে ভারতীয় তরুণ ক্রিকেটার সারফরাজের ব্যাটে ঝড়ো হাওয়া দেখেছিল নিউজিল্যান্ড। 150 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে লিডে নিয়ে গেলেও 8 উইকেটে হারতে হয়েছে ভারতকে। তবে সেই পরাজয়ের দুঃখের মধ্যেই সোমবার খুশির খবর দিয়েছেন দেশের উড়তি ক্রিকেট তারকা সরফরাজ খান। তার স্ত্রীয়ের কোল আলো করে এসেছে পুত্র সন্তান। ছেলের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গত ম্যাচের দাপুটে খেলোয়াড়।
বাবা হলেন সরফরাজ খান
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শেষ হতেই সুখবর এল খান পরিবারে। সোমবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী রোমানা জাহুর। খবর পেতেই বেঙ্গালুরু থেকে মুম্বাই ছুটে যান সরফরাজ। সন্তানকে কোলে নিয়ে সমাজ মাধ্যমে সরফরাজের পোস্ট ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে। ছেলেকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ছবিতে যথেষ্ট উচ্ছ্বসিত রূপ ধরা পড়েছে খেলোয়াড়ের। পাশে দাঁড়িয়ে ছিলেন বাবা নওশাদ খানও। পরিবারে নাতির আগমনে তার খুশিও নেহাৎ কম নয়।
প্রসঙ্গত, চলতি বছর ইংল্যান্ডের ম্যাচে জাতীয় দলে অভিষেক হয়েছিল সরফরাজের। এরপরই বেঙ্গালুরুর মাটিতে নিউজিল্যান্ড বাহিনীর বিরুদ্ধে প্রথম শতরান পেয়ে 22 গজে তীব্র উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন খেলোয়াড়। তবে 150 রান করেই চতুর্থ দিনে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরবর্তী রণক্ষেত্র পুনে। আর সেই ম্যাচে শুভমন গিলের জায়গায় তিনি খেলবেন কিনা তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তবে গত ম্যাচে ইংল্যান্ড বাহিনীকে যেভাবে নাজেহাল করেছিল সরফরাজ, তাতে আগামী ম্যাচেও এই ব্যাটারকে খেলানো হতে পারে বলেই মনে করছেন সিংহভাগই।
আরও পড়ুন: ডানার ঝাপটা এড়াতে জোর কদমে চলছে প্রস্তুতি, জেনে নিন ঘূর্ণিঝড়ের সমস্ত আপডেটও