Home Sports News IPL Auction: আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর, ২০ কোটিরও বেশি দরে এই দলে গেল Pat Cummins

IPL Auction: আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর, ২০ কোটিরও বেশি দরে এই দলে গেল Pat Cummins

by Ritika Chakraborty
12 views

স্পোর্টস ডেস্ক: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হলেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। বেশিরভাগই মিচেল স্টার্ককে এমন একজন ক্রিকেটার হিসেবে ভেবে রেখেছিল যার জন্য দলগুলি ২০ কোটির বেশি বিড করতে পারে। তার বদলে অসি অধিনায়কের দর পৌঁছে গেল ২০ কোটিরও বেশি। ২০.৫০ কোটি টাকায় প্যাট কামিন্সকে (Pat Cummins) কিনে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ।

প্যাট কামিন্স (Pat Cummins) হলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় এবং তিনিই প্রথম ২০ কোটির গন্ডি পেরোলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক নিঃসন্দেহে এই প্রজন্মের অন্যতম সেরা পেস বোলার, তার বেস প্রাইস ছিল দুই কোটি।

প্রথমেই প্যাট কামিন্সকে নিতে বিড শুরু করে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। বিড শুরুর কিছুক্ষণের মধ্যেই ১২ কোটি দর ছাড়িয়ে যায়। সিএসকে ৬.৮০ কোটির বিড করার পরে মুম্বই সরে আসে। এরপরই বিডে আসে আরসিবি। এরপর আরসিবি ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে লড়াই হয়। শেষমেশ অসি অধিনায়কের বাজি জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved