Home Sports News আবারও হ্যাটট্রিক লিওনেল মেসির, 6-2 গোলে পরাস্ত নিউ ইংল্যান্ড

আবারও হ্যাটট্রিক লিওনেল মেসির, 6-2 গোলে পরাস্ত নিউ ইংল্যান্ড

by Bikram Banerjee
38 views

বিক্রম ব্যানার্জী: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে জাদু দেখাচ্ছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার কাছে হারের পর বলিভিয়ার ম্যাচে দেশের হয়ে পরপর 3 গোলের হ্যাটট্রিক গড়েছিলেন মেসি। সেই সাথে প্রতিপক্ষকে 6-0 ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই পথ ধরেই দেশের পর এবার ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমেও 3 গোল করলেন লিও। মাত্র 3 দিনের ব্যবধানে পরপর দুই হ্যাটট্রিক করে বড় নজির গড়ে ফেললেন আর্জেন্টিনার ফুটবল তারকা। মেসির গোলে নিউ ইংল্যান্ডকে 6-2 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। 

নিউ ইংল্যান্ডকে হারিয়ে আবারও হ্যাটট্রিক মেসির 

নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে প্রথম থেকেই আক্রমণ শানানোর চেষ্টায় ছিলেন মেসি বন্ধু লুইস সুয়ারেজ। যদিও বেশিরভাগ সময়েই বল ছিল নিউ ইংল্যান্ডের ছেলেদের পায়ে। তবে শেষ পর্যন্ত জোড়া গোলের সাফল্য পেয়েছেন তিনি। এদিকে 34 মিনিটে 2 গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি নিউ ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে বিপরীত পক্ষকে এক প্রকার নাকানি চুবানি খাইয়ে 3 গোল হাসিল করেছে মেসি। সেই সুবাদে 6-2 গোলের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে ইন্টার মায়ামি। যদিও ম্যাচ জিতেই থেমে থাকেনি মেসির দল। শত্রু পক্ষকে হারানোর পাশাপাশি তাদের রেকর্ড ভেঙেছেন মায়ামির ছেলেরা। 2021 মেজর লিগ সকারে দুর্দান্ত পারফর্ম করে 73 পয়েন্ট আদায় করেছিল নিউ ইংল্যান্ড। শনিবারের ম্যাচে সেই রেকর্ড ভেঙে 74 পয়েন্টে দৌড়াচ্ছে লিও ক্লাব ইন্টার মায়ামি। যদিও জয়ের অর্ধেকটাই যায় মেসির দিকে। 

তবে ক্লাবের প্রথম একাদশে জায়গা পাননি এই আর্জেন্টিনীয় ফুটবল তারকা। কারণ কোচ জেরার্ডো মার্তিনো চেয়েছিলেন গোটা ম্যাচে যেন 37 বছর বয়সী স্ট্রাইকারকে পরিশ্রম করতে না হয়। ফলত লিওর ধকল কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ম্যাচ শুরুর 34 মিনিট দাপটের সাথে মাঠ দখল করে রেখেছিলেন নিউ ইংল্যান্ডের ছেলেরা। সেই সাথে জোড়া গোলও গিয়েছিল তাদের ঘরে। ম্যাচ শুরুর 2 মিনিটের মাথায় গোল করেন লুকা লাঙ্গোনি। গোলের সাথে সাথেই আত্মবিশ্বাস বাড়ে নিউ ইংল্যান্ড শিবিরে। এরপরই 34 মিনিটে এসে জালে বল চুকিয়ে গোল হাঁকায় ডিলান বোরেরো। তবে এগিয়ে থেকেও জয়ের মুখ দেখা হয়নি নিউ ইংল্যান্ডের। প্রথমার্ধ শেষ হবে এমন সময় 40 ও 43 মিনিটে পরপর দুই গোল করেন সুয়ারেজ। 

পরের 45 মিনিটও প্রথমার্ধের চাপ অব্যাহত রাখে মায়ামির ছেলেরা। এরপরই মাঠে মেসির আগমনে যেন জ্বলে ওঠে মায়ামি। 58 মিনিটে গোল করে ব্যবধান বাড়ায় বেঞ্জামিন ক্রিমাশ্চি। এদিকে জীবন বাজি রেখে গোল করার আপ্রাণ চেষ্টা করছিল নিউ ইংল্যান্ড। সেই মতো বল ঢুকেছিল জালে, তবে 72 মিনিটে সেই গোল বাতিল করেন রেফারি, আশাহত নিউ ইংল্যান্ড। খেলা 75 মিনিট ছাড়ালে শুরু হয় মেসি ম্যাজিক। 78, 81 ও 89 মিনিটে 3 টি গোল করে দলকে এগিয়ে দেন মেসি। বর্তমানে 19 ম্যাচে 20 গোল করে এগিয়ে রয়েছেন আর্জেন্টিনার এই খেলোয়াড়। ফুটবলের প্রতি দক্ষতা এবং তীব্র ইচ্ছাশক্তি লিওনেল মেসির প্রতিবারের সাফল্যের কারণ। এদিকে মেসির যাতে কোনও চোট না আসে তা নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছে ইন্টার মায়ামি।

আরও পড়ুন: মুসলিম ধর্মে চারবারের বিবাহ মান্যতা পেল বোম্বে হাইকোর্টে

You may also like