HomeSports Newsকাটল 132 বছরের খরা, স্লটের পরিচালনায় 6 ম্যাচের 6 টিতেই জয় লিভারপুলের

কাটল 132 বছরের খরা, স্লটের পরিচালনায় 6 ম্যাচের 6 টিতেই জয় লিভারপুলের

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: কোচ আর্নে স্লটের পরিচালনায় লাইপজিগের বিরুদ্ধে গতকাল রাতেই জয় পেয়েছে লিভারপুল। ব্যবধান খুব বেশি না হলেও এখনও পর্যন্ত শেষ 6 ম্যাচেই জিতেছে ক্লাবটি। সেই সাথেই দীর্ধ 132 বছরের ইতিহাসে রেকর্ড গড়েছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লিগ কাপ মিলিয়ে 46 বছর বয়সী ডাচ কোচের সান্নিধ্যে মোট 12 ম্যাচে 11 টিতেই প্রতিপক্ষকে হারিয়েছে লিভারপুল। 

কোচ আর্নে স্লটের কৌশলে ইতিহাসের পাতায় লিভারপুল 

132 বছরের খরা কাটিয়ে প্রতিপক্ষকে প্রথম 6 ম্যাচের 6 টিতেই পরাস্ত করার পাশাপাশি কোচ স্লটের পরিচালনায় দুর্দান্ত ছন্দে মাঠ দখল করছে লিভারপুলের ছেলেরা। প্রথম 12 ম্যাচের সামনাসামনিতে শত্রুপক্ষকে 11 বারই হারিয়েছে স্লটের দল। মাঝবয়সী কোচের কৌশল যেন প্রথম থেকেই চমক দিচ্ছিল লিভারপুল বিরোধী শত্রুপক্ষ গুলিকে। যদিও জয়ের পাশাপাশি নতুন রেকর্ড গড়ে অত্যন্ত আনন্দিত স্লট। তবে তার লক্ষ্য রেকর্ড নয় বরং ট্রফি জেতা। 

জয় প্রসঙ্গে লিভারপুল কোচ জানান, এর আগে অনেক দলই জার্সি গায়ে তুলেছে, ক্লাবের ম্যানেজার পদেও দুর্দান্ত কিছু ব্যক্তি ছিলেন তবে তা সত্ত্বেও এমন বড় সাফল্য ধরা দেয়নি ক্লাবে। অসাধারণ এই রেকর্ড অর্জন করে অত্যন্ত খুশি স্লট। তবে রেকর্ডের থেকেও অনেক গুরুত্বপূর্ণ ট্রফি জেতা, আর সেদিকেই নজর রয়েছে দলের। গতকালের ম্যাচ প্রসঙ্গে স্লটের সংযোজন, 1-0 ব্যবধানে জিতলেও মাঠে দাপট ছিল লিভারপুলের ছেলেদেরই। 

ম্যাচ ড্র করে ফিরতে হলে মনে হতো কিছু হারিয়েছেন তারা। তবে প্রথম 10 মিনিট বাদ দিয়ে পরবর্তী 70 মিনিট বলে নিয়ন্ত্রণ ছিল তাদেরই। এদিন মোহাম্মদ সালাহ প্রসঙ্গে কোচ জানান, তাকে 30 মিনিট বাকি থাকতে মাঠে নামানো হয়েছিল। দলে চোটের সমস্যা রয়েছে, আর তা বুঝেই খেলতে হবে তাদের। কারণ প্রসঙ্গে, আগামী রোববার আর্সেনালের ম্যাচের কথাও উল্লেখ করেন স্লট। 

প্রসঙ্গত, নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে জয় না পেলেও বর্তমানে 7 ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের 8 রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। এছাড়াও চ্যাম্পিয়নস লিগে 3 ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয়তে রয়েছে কোচ স্লটের দল। 

আরও পড়ুন: 103 বছর পর ঠাকুমার নিয়ে আসা বই লাইব্রেরিতে ফেরালেন নাতি

Most Popular