Home Sports News IPL Auction: কামিন্সের রেকর্ড ভেঙে Mitchell Starc -কে কিনল KKR

IPL Auction: কামিন্সের রেকর্ড ভেঙে Mitchell Starc -কে কিনল KKR

by Ritika Chakraborty
94 views

স্পোর্টস ডেস্ক: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হলেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তবে কামিন্সের রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন মিচেল স্টার্ককে (Mitchell Starc) কিনল কলকাতা নাইট রাইডার্স। বেশিরভাগই মিচেল স্টার্ককে এমন একজন ক্রিকেটার হিসেবে ভেবে রেখেছিল যার জন্য দলগুলি ২০ কোটির বেশি বিড করতে পারে। সেই বিড পৌঁছল প্রায় ২৫ কোটির কাছাকাছি।

২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় অসি পেসারকে (Mitchell Starc) কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

You may also like