বিক্রম ব্যানার্জী: বাংলাদেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই দানা বেঁধেছে জল্পনা। প্রথমে ঘরের মাঠে টেস্ট খেলা থেকে বিরত থাকা এবং তারপর দেশে না ফেরার সিদ্ধান্ত, সব মিলিয়ে বর্তমানে যথেষ্ট দুবিধায় দিন কাটাচ্ছেন বাংলাদেশী খেলোয়াড়। নিরাপত্তা জনিত সংশয়ের কারণে দেশে না ফেরায় দক্ষিণ আফ্রিকা সিরিজেও দেখা মিলবে না তার। একই সাথে টেস্ট ও টি-টোয়েন্টির পর আশা ছিল হয়তো আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে পদ্মা পাড়ের দলকে সঙ্গ দেবেন। তবে এবার সেই আশাও একপ্রকার নস্যাৎ হয়ে যাওয়ার পথে।
ওয়ানডেতেও কী খেলবেন না সাকিব আল হাসান?
আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন 3 দিনের ওয়ানডে ম্যাচে হয়তো মাঠে নামতে পারেন সাকিব, মূলত এই আশাতেই বুক বেঁধেছিলেন ভক্তরা। তবে আফগানিস্তানের বিরুদ্ধে সাকিবের উপস্থিতি একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আরব আমিরাতে শত্রু পক্ষের বিরুদ্ধে মাঠে নামবেন কিনা তা নিয়ে নিজেই সেভাবে কিছু ঠিক করে উঠতে পারছেন না সাকিব। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেট তারকা জানান, ‘আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে খেলব কিনা সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বলার কথা। তবে বোর্ড চাইলে খেলতে প্রস্তুত।’
প্রসঙ্গত, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের পর আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে ম্যাচগুলিতে খেলার কথা ছিল তার। তবে জাতীয় দলে সাকিবের উপস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত খোলসা করে কিছুই জানায়নি বিসিবি। এদিকে 6 নভেম্বরের আফগানিস্তান সিরিজ আর বেশি দূরে নেই। কাজেই ওয়ানডের প্রাক গুরুত্বপূর্ণ সময়ে সাকিব আল হাসানকে নিয়ে বোর্ড কোনও রকম সিদ্ধান্ত না জানানোয়ে ওয়ানডে টেস্ট নিয়ে একপ্রকার ঝুলে রয়েছেন বাংলাদেশের ধুরন্ধর অলরাউন্ডার।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশীদের মধ্যে বেশিরভাগই মুসলমান, মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর