Home Sports News পাকিস্তানের ব্যর্থতার সমস্ত দায় বাবর আজমের! বিস্ফোরক প্রাক্তন বোর্ড প্রধান

পাকিস্তানের ব্যর্থতার সমস্ত দায় বাবর আজমের! বিস্ফোরক প্রাক্তন বোর্ড প্রধান

by Bikram Banerjee
19 views

বিক্রম ব্যানার্জী: বাংলাদেশের কাছে হারের যন্ত্রণা বিগত মুলতান টেস্টে ইংল্যান্ডেকে 152 রানের বিরাট ব্যবধানে হারিয়ে কাটিয়ে উঠেছে পাকিস্তান। 44 মাসের এই দীর্ঘ অপেক্ষার অবসান যদিও হয়েছে ঘরের মাঠেই। তবে পাকিস্তানের এই জয়ে সাময়িক স্বস্তি পেলেও দলের পারফরম্যান্স নিয়ে মোটেও খুশি নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান রমিজ রাজা। তার মতে এখনও উইকেট চিনতে ভুল করছে পাকিস্তান। আর এই ভুলের জন্য দায়ী করা হয়েছে দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকেই। 

পাকিস্তানের ব্যর্থতার দায় বাবরের!

পাকিস্তানের পূর্ব ব্যর্থতা প্রসঙ্গে পিসিবির প্রাক্তন প্রধান নিজের সময়কার কথা উল্লেখ করে বলেন, ‘তিনি কোনও দিনই পিচ প্রস্তুত কর্তা ছিলেন না। বেশিরভাগ সময়ে বাবরের কথা অনুযায়ী চলতেন তিনি। বাবর যেহেতু তার সময়ে দলের অধিনায়কের দায়িত্ব সামলাতেন তাই মাঝে মধ্যেই তাকে আসন্ন ম্যাচগুলির পরিকল্পনা প্রসঙ্গে জিজ্ঞেস করতেন প্রাক্তন বোর্ড প্রধান।’ তৎকালীন পিসিবি প্রধানের আরও সংযোজন, ‘পিচের প্রকৃতি না জেনে খেলাটা একপ্রকার অনুমান নির্ভর হয়ে দাঁড়ায়। তখন ম্যাচের কোনও নিশ্চয়তা থাকে না। এছাড়া প্রতিপক্ষকে আক্রমণের পরিকল্পনা করতে গেলেও তা বাস্তবে খুবই কম রূপায়িত হতে দেখা যায়।

আর এটাই পাকিস্তানের পরাজয়ের অন্যতম কারণ। বিপরীত পক্ষের বিরুদ্ধে পারফর্ম করার জন্য যেসব খেলোয়াড়দের বাছাই করা হয়েছিল তারা ঠিকঠাক ছন্দে থাকলেও পিচ সেভাবে সাড়া দেয়নি।’ এদিন টেস্ট এবং অন্যান্য ম্যাচ গুলিতে বাবরের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তোলেন রমিজ। বলেন, ‘সাদা বলের ক্ষেত্রে ভাল খেললেও মূলত টেস্ট ক্রিকেটে লাল বলের বিরুদ্ধে সেভাবে রুখে দাঁড়াতে পারেননি বাবর। অনেক ক্ষেত্রে তার টিম ম্যানেজমেন্টেও গাফিলতি রয়েছে।’ যা প্রকাশ্যে এনে প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে ক্ষোভ উসকে দেন তারই দলের এক্স বোর্ড প্রধান রমিজ। 

আরও পড়ুন: দড়ি দিয়ে ঢেকেছেন নিম্নাংশ, কাঁধ ছড়িয়ে উঁকি মারছে অন্তর্বাস! নতুন পোশাকে ফের ভাইরাল উরফি

You may also like