মহানগর ডেস্ক: মুম্বই ইন্ডিয়ানসে চলে গিয়েছেন গুজরাত টাইটানসের অধিনায়ক এবং তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। এবার তাঁর জায়গায় আইপিএলের ২০২৪ সালের মরসুমে গুজরাত টাইটাসের অধিনায়ক নির্বাচিত হলেন ভারতের ওপেনিং ব্যাসম্যান শুভমান গিল। তাঁর পুরনো দল মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে হার্দিকের আর্থিক লেনদেনের পর্ব শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২২ সালের মরসুমের শুরুতে হার্দিক একরকম উপকথার মতো তাঁর শুরুটা করেছিলেন। দ্বিতীয় মরসুমে তারা রানার্স আপ হয়। অন্যদিকে শুভমান গুজরাতের জন্য নিজেকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রমাণ করেছিলেন। এক্সে গুজরাত টাইটানস তাদের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে।
গুজরাত টাইটানস এক বিবৃতিতে জানিয়েছে গিল অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য থাকা দলের অধিনায়কত্ব করবেন। এই বৈশিষ্ট গুজরাত টাইটানসের বিশেষ পরিচয় বহন করে থাকে। গিল ৩৩টি ইনিংসে ১৩৭৩ রান পেয়েছিলেন। গড়পড়তা ছিল ৪৭.৩৪। গত মরসুমে সতেরোটি ম্যাচে ভারতের এই ওপেনার রান করেছিলেন ৮৯০। তিনটি সেঞ্চুরি এবং চারটি পঞ্চাশ রান করে ওরেঞ্জ কাপ উইনারের তকমা পান শুভমান। আইপিএলে গুজরাত টাইটানসের হয়ে প্রচুর রান করে প্রথম নজর কেড়ে নেন তিনি। গত মরসুমে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৬০ বলে ১২৯ রান করেন। আইপিএলের প্লেঅফে তিনিই হলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী। শুভমান জানান তিনি গুজরাত টাইটানসের অধিনায়কের দায়িত্ব পেয়ে গর্বিত। ফ্র্যানচাইসিকে দারুণ একটি দলকে নেতৃত্ব দিতে তাঁর ওপর আস্থা রাখায় ধন্যবাদ জানাচ্ছেন। দলকে নেতৃত্ব দিতে তিনি উন্মুখ হয়ে রয়েছেন।