HomeSports Newsকেন বিশ্বকাপের ফাইনালে আমন্ত্রণ জানানো হয়নি, নিজেই কারণ জানালেন কপিল দেব

কেন বিশ্বকাপের ফাইনালে আমন্ত্রণ জানানো হয়নি, নিজেই কারণ জানালেন কপিল দেব

- Advertisement -

মহানগর ডেস্ক: ভারতের প্ৰথম বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় শোরগোল পড়ে গেছে চারিদিকে। উঠেছে বিভিন্ন অভিযোগও।  ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব অভিযোগ করেছেন, তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচে। যেখানে একদিকে গোটা ভারতবাসীর মন ছিল খেলার দিকে ঠিক সেখানেই আরেক দল ব্যস্ত ছিল বিনা আমন্ত্রণের চর্চা নিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস রীতিমতো ফুঁসে উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে।

অপরদিকে, কংগ্রেস নেতা জয়রাম রমেশ কপিল দেবকে আমন্ত্রণ না জানানোর কারণ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপশি সমান তালে চলছে লেখালেখি।জয়রাম রমেশ রবিবার তাঁর এক্স হ্যান্ডেলে বিষেণ সিং বেদীর প্রসঙ্গ টেনে লেখেন, ‘বেদীর মতো কপিল দেবও মন থেকে মন্তব্য করেন। প্রকাশ্যে তিনি মহিলা কুস্তিগিরদের উপর হওয়া অত্যাচার নিয়ে সরব হয়েছিলেন। তাঁদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছিলেন।’ তিনি আরও লেখেন, ‘এটা অত্যন্ত দুঃখের বিষয় এমন একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না, কপিল দেবকে বিশ্বকাপ ফাইনালে অহমেদাবাদের স্টেডিয়ামে আমন্ত্রণ জানানো হয়নি।’

তবে কপিল দেব কী বলছেন এই বিষয়ে? কেন ওয়ার্ল্ড কাপের ফাইনালে মাঠে নেই তিনি?এই সম্পর্কে কপিল দেব মুখ খুলে বলেন, ‘আমায় ওখানে আমন্ত্রণই জানানো হয়নি। ওঁরা আমাকে জানাননি। তাই আমিও যাইনি। খুব সোজা বিষয়। আমি চেয়েছিলাম ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দল আজ ফাইনালে হাজির থাকুক। তবে মনে হয় এত বড় একটা ইভেন্ট। এত দায়-দায়িত্ব আয়োজকদের। ওঁরা হয়ত ভুলেই গিয়েছে।’

Most Popular