Home Sports News বিশ্বকাপের ইতিহাসে বিরাটের ডবল সেঞ্চুরি, হার মানলেন সচীন তেন্ডুলকার

বিশ্বকাপের ইতিহাসে বিরাটের ডবল সেঞ্চুরি, হার মানলেন সচীন তেন্ডুলকার

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: অবশেষে বিরাট কোহলি কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচীন টেন্ডুলকারকে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেললো। আন্তর্জাতিক ব্যাটসম্যান হিসাবে তাঁকে ছাড়িয়ে গেলেন কিং কোহলি। এদিন ভারতের প্রাক্তন অধিনায়ক মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ড বোলিং আক্রমণের বিরুদ্ধে গিয়ে প্রায় ৫০ তম ওডিআই সেঞ্চুরি পার করেছেন। এদিন একেবারে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি।যদিও বিশ্বকাপের প্রথম থেকেই তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সাক্ষী থেকেছে গোটা ভারত। এদিন বিরাট ১০৬ বলে ৮টি চার এবং একটি ছক্কার সাহায্যে মাইলফলক ছুঁতে সক্ষম হলেন। ম্যাচের আগে, কোহলি ৪৯ সেঞ্চুরিতে সচীনের সঙ্গে জুটি বেঁধেছিলেন। লাস্ট সেঞ্চুরিটি তিনি কলকাতার ইডেনে হাঁকিযেছিলেন। এদিন আবারও সেঞ্চুরি করে ক্রিকেট ইতিহাসের বইয়ে ন্ম লেখালেন বিরাট। এটি ২০২৩ বিশ্বকাপে কোহলির অষ্টম পঞ্চাশ প্লাস স্কোর। কোহলি আরও একটি বিশ্বকাপ রেকর্ড ছুঁয়েছেন, যা আগে টেন্ডুলকারের ছিল। ক্রিকেট বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান হয়েছেন তিনি।

বিরাটের সেঞ্চুরির ইতিহাস

8 – বিরাট কোহলি (2023)

7 – শচীন টেন্ডুলকার (2003)

7 – সাকিব আল হাসান (2019)

6 – রোহিত শর্মা (2019)

6 – ডেভিড ওয়ার্নার (2019)

বিশ্বকাপের আসরে বিরাটের সর্বাধিক রান:

674* – বিরাট কোহলি (2023)

673 – শচীন টেন্ডুলকার (2003)

659 – ম্যাথু হেইডেন (2007)

648 – রোহিত শর্মা (2019)

647 – ডেভিড ওয়ার্নার (2019)

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ওয়াংখেড়েতে আগের চারটি টুর্নামেন্ট খেলার তিনটিতে দল প্রথমে ব্যাট করে জিতেছে, ব্যতিক্রমটি আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার অত্যাশ্চর্য পরাজয়, যেখানে গ্লেন ম্যাক্সওয়েলের অসাধারণ ২০১ অপরাজিত তিন উইকেটের জয় নিশ্চিত করেছে। অপরাজিত টুর্নামেন্টের আয়োজক ভারত ও নিউজিল্যান্ড উভয়ই অপরিবর্তিত ছিল।ভারতের হয়ে কে কে বিশ্বকাপ খেলছেন, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।

You may also like