মহানগর ডেস্ক : তাদের সম্পর্কে শেষ হয়েও যেন হচ্ছে না। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের বিবাহ বিচ্ছেদ মামলায় এবার নয়া মোড়। মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিনেত্রী বিরুদ্ধে আবার মামলা করলেন তার প্রাক্তন স্বামী। সিআরপিএস ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে পার্জারির মামলা করেছেন তিনি।
ব্যক্তি যদি মামলা চলাকালীন মিথ্যা বয়ান দেয় তার বিরুদ্ধে এই মামলা করা যায়। তাই নিজের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে এই মামলা করেছেন রোশন। কিন্তু এখন প্রশ্ন হল অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ কেন তুলেছেন তিনি! মাসিক ৭ লক্ষ টাকা খরপোশের দাবী জানান শ্রাবন্তী। বিবাহ বিচ্ছেদ মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন তিনি তাতেই নাকি ধরা পড়েছে অসংগতি।
নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয় ব্যয়ের হিসাব তিনি দিয়েছিলেন তার সঙ্গে মামলায় দেওয়া তথ্যের অসংগতি রয়েছে। কারণেই মামলা করেছেন তিনি। যদিও শ্রাবন্তী এ ব্যাপারে এখনো কিছু বলতে চাননি। শ্রাবন্তীর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে জেল হতে পারে অভিনেত্রীর জানালেন রোশনের আইনজীবী।
২০২০ সালে তৃতীয় বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোশন এবং শ্রাবন্তী। তবে বছর ঘুরতে না ঘুরতেই নিজেদের ‘হানিমুন পিরিয়ড শেষ হয়েছে বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তখন থেকেই উঠেছিল সম্পর্ক ভাঙার গুঞ্জন। বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেত্রী। দু বছর ধরে চলেছে এই মামলা। এবার অভিনেত্রীর বিরুদ্ধে পাল্ট রোশন। জানা নেই কবে মিটবে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা। এখন দেখার কোথাকার জল ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়।