Home Entertainment Sreemoyee -Kanchan কাঞ্চনের বাড়ির প্রথম কালীপুজোয় থাকছেন না পিঙ্কি, যাবতীয় দায়িত্ব শ্রীময়ীর

Sreemoyee -Kanchan কাঞ্চনের বাড়ির প্রথম কালীপুজোয় থাকছেন না পিঙ্কি, যাবতীয় দায়িত্ব শ্রীময়ীর

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : সকাল থেকে ব্যস্ত তিনি। কালীপুজোর দিন কার্যত নিঃশ্বাস ফেলার সময় নেই শ্রীময়ী চট্টরাজের। কারণ তার অত্যন্ত প্রিয় বন্ধু কাঞ্চন মল্লিকের বাড়ি কালীপুজো রয়েছে। তাই নিজের বাড়ির কাজকর্ম সেরে ছুটতে হবে কাঞ্চন মল্লিকের বাড়িতে। অন্যদিকে এত বছরে এই প্রথম নিজের বাড়িতে মা কালীর আরাধনায় মেতেছেন বিধায়ক অভিনেতা কাঞ্চন।

যদিও তাঁর পৈতৃক ভিটেতে পুজো হত। কিন্তু কোন এক কারনের ফলে তা বন্ধ হয়ে যায়। এবার সেই পুজো কে আবার নিজের বাড়িতে বড় করে আয়োজন করলেন অভিনেতা। আর তার সিংহভাগ দায়িত্ব এসে পড়ল শ্রীময়ীর কাঁধে। অভিনেত্রীর কথা অনুযায়ী, তিনি কিছুটা যেচে সেই দায়িত্ব নিয়েছেন। পাড়া-প্রতিবেশী বাড়ির লোক সবাই আসবেন সেই পুজোতে। তবে তার ভাগ্যে দায়িত্ব পড়েছে মায়ের সামনে আলপনা দেওয়া এবং সাজানো। তবে ‘কাঞ্চন দা’কে সারপ্রাইজ দিতে চুপি চুপি কয়েকজন বন্ধুদের আমন্ত্রন করেছেন শ্রীময়ী নিজেই।

সন্ধে ছটার মধ্যে অভিনেতার বাড়িতে চলে যাবেন তিনি। পুজোর ভোগে হাত লাগাতে হবে। খিচুড়ি, আলুর দম, চাটনি আবেদন করা হবে মাকে। তবে এখনো পর্যন্ত নিজে কি সাজবেন তা এখনো ঠিক করেননি তিনি। প্রসঙ্গত কাঞ্চনের পুজোয় তার স্ত্রী পিংকির উপস্থিতি নিয়ে থাকছে জল্পনা। বেশ কয়েক দিন হলো তারা আলাদা থাকেন। এমনকি ছেলের সঙ্গে দেখা করার কোনরকম অনুমতি নেই তার।

You may also like