Home Featured Sri Lanka: আজ রাষ্ট্রপতি নির্বাচন শ্রীলঙ্কায়, অশান্ত লঙ্কাকে ঠান্ডা করতে কে আসছেন?

Sri Lanka: আজ রাষ্ট্রপতি নির্বাচন শ্রীলঙ্কায়, অশান্ত লঙ্কাকে ঠান্ডা করতে কে আসছেন?

by Anamika Nandi
Sri Lanka: আজ রাষ্ট্রপতি নির্বাচন শ্রীলঙ্কায়, অশান্ত লঙ্কাকে ঠান্ডা করতে কে আসছেন?

মহানগর ডেস্ক: চরম আর্থিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে দ্বীপরাষ্ট্র (Sri Lanka)। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। গত সপ্তাহেই দেশ ছেড়ে পালিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। আশ্রয় নিয়েছেন মালদ্বীপে। এহেন পরিস্থিতিতে আজ রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election) শ্রীলঙ্কায়। ইতিমধ্যেই সংসদে শুরু হয়ে গিয়েছে এই নিয়ে ভোটাভুটি। বিশ্লেষকদের ধারণা, শীর্ষ পদের জন্য এগিয়ে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে।

যদিওবা এদিকে তাঁকে রাজাপক্ষের মিত্র হিসাবেই দেখেন বিক্ষুব্ধ জনতা। সূত্র অনুযায়ী, বিক্রমসিংহে কমবেশি ২২৫ জন সাংসদের সমর্থন পাবেন। তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছেন রাজাপক্ষেরই দল SLPP। তিনি দেশে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছেন, যা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে ব্যাপক সুবিধা দিয়েছে। পর্যবেক্ষকদের ধারণা, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে বিদ্রোহ দমন করা যাবে। ভোটে তাঁর প্রতিদ্বন্দ্বীতা করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী দুল্লাস আলহাপ্পেরুমা।

বিক্রমসিংহের জায়গায় আলাহাপ্পেরুমা জয়ী হলে সাজিদ প্রেমাদাসাকে প্রধানমন্ত্রী করতে পারেন। রাষ্ট্রপতি নির্বাচনের তৃতীয় প্রার্থী বামপন্থী নেতা আনুরা কুমার দিসানায়েক। এদিকে মঙ্গলবার সাজিদ প্রেমাদাসা টুইট করেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের সমস্ত রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের কাছে আমার বিনীত ও আন্তরিক অনুরোধ, যিনিই শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হবেন আপনারা মা লঙ্কাকে সাহায্য করতে তাঁর পাশে দাঁড়ান’।

বিগত কয়েক মাস ধরে জ্বালানি ও খাদ্যের অভাবে চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দ্বীপরাষ্ট্র। রাগে ফুঁসছে আমজনতা। রাষ্ট্রপতি ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নেয় সাধারণ মানুষ। পরিস্থিতি বুঝে রাষ্ট্রপতির পদ ছাড়েন রাজাপক্ষে। আশ্রয় নিয়েছেন মালদ্বীপে। প্রতিবাদীদের দাবি, রাজাপক্ষের একাধিক ভুল সিদ্ধান্ত আজ শ্রীলঙ্কাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে।

You may also like