মহানগর ডেস্ক : বলিউডের তথা ভারতের মহিলা সুপারস্টারের মধ্যে এক নম্বর শ্রীদেবী। অল্প সময়ের মধ্যে মনে জায়গা করে নিয়েছিলেন সাধারণ মানুষের। বিশেষ করে তার নাচ, অভিনয় নজর কেড়েছিল সবার। তবে শ্রীদেবীর অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছিল সবাইকে।বর্তমানে তার মেয়েরা বলিউডে পাড়ি জমাচ্ছেন। কিন্তু একটা সময় ছিল যখন শ্রীদেবী অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন পাকাপাকি। বলা যায় একরকম বাধ্য হয়ে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আর সেই কথা জানিয়েছিলেন নিজের মেয়েদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন,’ আমার মনে আছে ইংলিশ ভিংলিশ ছবি শুটিং চলছিল। আর সেই সময় আমার বোনের জন্মদিন ছিল। মা আমাদের দুজনকেই ডেকে পাঠিয়েছিল। আমরা যখন পৌঁছই মা হাউমাউ করে কাঁদতে শুরু করে। মা বলেছিল আমি আর অভিনয় করতে চাই না। আমি চাই আমার মেয়েদের সঙ্গে আমি থাকি। বরং আমরা মাকে বলেছিলাম না মা আমরা ঠিক আছি। তুমি তো কাজটা শেষ করে নিলেই আমার একসঙ্গে হয়ে যাব। আমি তখন বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারি।’
সামান্য থেমে অভিনেত্রী আরো বলেন,’ মা চলে যাবার পর আমি যেন খুশির মা হয়ে উঠেছি। আমি সব সময় চেষ্টা করি কি করলে ওর ভালো হবে সেটা দেখার। এমনকি ওর প্রথম দিনের শুটিংয়ে হাজির ছিলাম আমি। আমাকে আমার ছবির জন্য লখনউতে থাকতে হতো। কিন্তু আমি সবকিছু ছেড়ে আমার মনের কাছে এসেছিলাম। আমি জানতাম আমার উপর একটা দায়িত্ব রয়েছে আমার বোনের জন্য। কিন্তু পরিচালক রাজি হচ্ছিলেন না। আমি তখন বলেছিলাম তাহলে আমি অভিনয়টাই ছেড়ে দেবো। আমাকে আমার বোনের সঙ্গে থাকতেই হবে। এখন বুঝি মা কেন এই কথাটা সেদিন আমাদের বলেছিল’।
উল্লেখ্য, ২৫ বছরের জাহ্নবী শ্রীদেবী মারা যাবার পর থেকে যাবতীয় দায়িত্ব পালন করছে খুশির। এমনকি তার ডেবিও ছবি ধারাক পর্যন্ত দেখে যেতে পারেননি শ্রীদেবী। তবে বলিউডে খুশি নতুন হলেও জাহ্নবী যথেষ্ট নিজের জমি শক্ত করে ফেলেছেন।