Home Featured SBI Bank: কন্যাসন্তান থাকলেই পাওয়া যাবে ১৫ লাখ টাকা! গ্রাহকদের সুখবর দিল রাষ্ট্রায়ত্ব ব্যাংক

SBI Bank: কন্যাসন্তান থাকলেই পাওয়া যাবে ১৫ লাখ টাকা! গ্রাহকদের সুখবর দিল রাষ্ট্রায়ত্ব ব্যাংক

by Arpita Sardar

মহানগর ডেস্ক: কেন্দ্র ও রাজ্য সরকার অনেক সময় দেশের কিংবা রাজ্যের মেয়েদের এগিয়ে নিয়ে যেতে নানান জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছে। এবার দেশের কন্যা সন্তানদের জন্য আবারও গুরুত্বপূর্ন প্রকল্প শুরু করছে কেন্দ্র। সেটাকেই কাজে লাগিয়ে আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যত উজ্জ্বল করতে পারেন। আর এই উপযোগী যোজনা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। মোদি সরকারের এই যোজনা দ্বারা কন্যাসন্তানের জন্য সামান্য পরিমাণ টাকা জমিয়ে ভবিষ্যতে প্রায় ১৫ লক্ষ টাকা পেতে পারেন। আর এই বিষয়ে এক গুরুত্বপূর্ন পদক্ষেপ গ্রহণ করেছে এসবিআই (State Bank of India)।

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI ইতিমধ্যেই ট্যুইট করে গ্রাহকদেরকে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের কথা জানিয়েছে। কোথাও কোথাও চালু হয়েছে এই যোজনা। এখানে সুবিধা বলতে আপনি মাত্র ২৫০ টাকার বিনিময়ে আপনার কন্যা সন্তানের জন্য একেবারে কোটি টাকার তহবিল গড়ে তুলতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা দ্বারা কেন্দ্র সরকার আপনাকে যেমন আয়ের নিশ্চয়তা দেবে তেমনই আপনার বিনিয়োগের উপর আয়কর বিভাগের ৮০(সি) ধারার অধীনে কর মুকুবের সুবিধাও দেবে। এর ফলে দুদিক থেকেই লাভ হবে আপনার। কর ছাড়ের সঙ্গে সঙ্গে আপনার কন্যা সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করতে এই স্কিমের সুবিধা নিতে পারবেন।

sbi money: এর সবচেয়ে বড় ব্যাপার হল সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে ৭.৬ শতাংশ হারে সুদের সুবিধা রয়েছে ঠিকই, তবে দুই কন্যাসন্তানের জন্য এই স্কিমের সুবিধা পাওয়া যাবে। ন্যূনতম ২৫০ টাকা বিনিয়োগ করেই সর্বোচ্চ ১৫ বছরের মেয়াদের এই স্কিম শুরু করা যেতে পারে। তবে এখানে কিস্তির ব্যাপার রয়েছে। সেই টাকা না মেটালে ৫০ টাকা জরিমানা হবে আপনার অ্যাকাউন্টের উপর।

You may also like