Home Featured STATE GOVERNMENT : বাংলার উন্নয়নে রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হল আরও ৭০০ কোটি

STATE GOVERNMENT : বাংলার উন্নয়নে রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হল আরও ৭০০ কোটি

by Arpita Sardar
west bengal, state government, seven hundred crore, development project

মহানগর ডেস্কঃ বাংলার উন্নয়নে আরও বিপুল অংকের অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। ইতিমধ্যেই অর্থ দফতর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিভিন্ন দফতরের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের গ্রামীণ এলাকার মানোন্নয়নে রাজ্য সরকার আরও ৭১৪ কোটি টাকা ৫০ লক্ষ টাকা মঞ্জুর করেছে। ১৩ টি দফতরের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। প্রাণী সম্পদ এবং উন্নয়ন দফতরকে ৪০ কোটি, সমবায় দফতরকে ১৯ কোটি, খাদ্য ও সরবরাহ দফতরকে ৫ কোটি, রাজ্যের সেচ দফতরকে ৫৫ কোটি এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরকে ৩০০ কোটি টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি পূর্ত দফতর এবং মৎস্য দফতরকে দেওয়া হবে যথাক্রমে ১০০ কোটি এবং ২১.৫০ কোটি টাকা।

বরাদ্দ টাকার মধ্যে জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর পাবে ৩০ কোটি টাকা। পাশপাশি কৃষি দফতর, শিশু কল্যাণ ও সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বরাদ্দ করা হয়েছে যথাক্রমে, ১৫ কোটি, ৬০ কোটি, ১২.৫০ কোটি, ৩৬.৫০ কোটি এবং ২০ কোটি টাকা। জানা যাচ্ছে, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের আওতায় পঞ্চায়েত এলাকায় স্থায়ী প্রকল্প নির্মাণে এই টাকা ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সামনে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে টার্গেট করেই উন্নয়নের প্রকল্পে এই টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

You may also like