Home Featured Strange Kali Idol: প্রবেশ পথে ভয়ঙ্কর দানব-সন্ত্রাস , নেটফ্লিক্সের ছবির আদলে কলকাতার কালীপুজো ঘিরে নেটদুনিয়া তোলপাড়!

Strange Kali Idol: প্রবেশ পথে ভয়ঙ্কর দানব-সন্ত্রাস , নেটফ্লিক্সের ছবির আদলে কলকাতার কালীপুজো ঘিরে নেটদুনিয়া তোলপাড়!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: থিমের ভাবনায় সবার আগে শহর কলকাতা। শুরু থেকে এ কথা প্রমাণ করেছেন শহরের মানুষ। চিন্তাভাবনার উৎকর্ষে এ শহর বরাবরই মাস্টার ব্লাস্টার। সেটা ফুটে ওঠে দুর্গাপুজোয়। এবার দুর্গাপুজোর মতো থিমের বৈচিত্রে নজর টেনেছে কালীপুজোও। শুধু নজর টানাই নয়। চমকে দিয়েছে পুজোবিলাসীদেরও। দক্ষিণ কলকাতার মুর অ্যাভেনিউয়ে একটি পুজোয় দেখা গেল ভয়ঙ্কর কালীপ্রতিমা (Strange Kali Idol)। আলিপুরের চামুণ্ডাকালী কিংবা অন্যান্য কালীপ্রতিমা যেমন দর্শনার্থীদের সমীহ আদায় করে এসেছে, এবার মুর অ্যাভেনিউয়ে নেটফ্লিক্সের সায়েন্স ফিকশানের থিমকে (Netflix sci-fi show Stranger Things) কেন্দ্র করে মণ্ডপের প্রবেশপথ এবার দর্শনার্থীদের রীতিমতো চমকে দিয়েছে।

মণ্ডপের প্রবেশ পথে নেটফ্লিক্সের ভয়ধরানো দানব ডেমোগোরগনকে (Entry Featured A ‘Demogorgon) তুলে ধরা হয়েছে মণ্ডপে। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর নশো পঁচিশটি লাইক পেয়েছে। ছবিটি আপলোড হওয়ার পরই তা দেখে কলকাতার মানুষ রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন। টুইটার ইউজার দেবোত্রী ঘোষ মণ্ডপের ছবি পোস্ট করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। এমন আশ্চর্য মণ্ডপ সম্ভবত কলকাতাবাসী দেখেছেন বলে মনে হয়নি। অনেকে যেমন চমকে গিয়েছেন, তেমনই অদ্ভুত মণ্ডপ দেখে প্রশংসায় আপ্লুত হয়েছেন। একজন ইউজার লিখেছেন, এটাই থিমের পুজোর সেরা। আরেকজনের মন্তব্য, এবার এমন থিম, পরের বছর আরও চমক দেখাবে আশা করছি। এই পুজোর আয়োজক রসা শক্তি সেবক সঙ্ঘ। পুজো কমিটির সম্পাদক জিত রায় জানালেন তাঁরা প্রতিবারই একটু নতুন, অফবিট কিছু করার চেষ্টা করে থাকি। যেহেতু কালীপুজো আমাদের মনে করিয়ে দেয় এই পুজো সুপার ন্যাচারাল। তাই একটা আধিভৌতিক পরিবেশ তৈরি করতে এবার এই থিমকে তুলে ধরা হয়েছে। মণ্ডপটি ছাব্বিশে অক্টোবর পর্যন্ত থাকবে দর্শনার্থীদের জন্য। এবং লেজার শো শুরু হবে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত।

You may also like