মহানগর ডেস্ক: হজরত মহম্মদের নামে আপত্তিকর মন্তব্য করায় এক ছাত্রকে বেধড়ক পেটাল (Student Thrashed) তারই হোস্টেলের একদল আবাসিক। চড়থাপ্পড়ের পাশাপাশি তলপেটেও লাথি মারা হয়। মারের চোটে গুরুতর জখম হয় ছাত্রটি। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে (Hyderabad)। সেখানে আইএফএইচই-য়ে এই ঘটনা ঘটে। নিগৃহীত আইনের ছাত্রের নাম হিমাঙ্ক বনশল বলে জানা গিয়েছে। গত এগারো তারিখে এই ঘটনায় থানায় অভিযোগ জানায় নিগৃহীত ছাত্রটি। অভিযোগে সে জানায়,গত এগারো তারিখে তাকে পনেরোজন মিলে তার হোস্টেল রুমে ঢুকে তাকে বেধড়ক মারধর না করে। তাকে যৌন হেনস্থাও করা হয়। তাঁর অভিযোগ, ওই পনেরো-কুড়িজনের দল তাকে ধাক্কা মারে। মারা হয় চড়থাপ্পড়। এমনকী তলপেটেও লাথি মারে তারা। তার যৌনাঙ্গেও স্পর্শ করা হয়। জোর করে কিছু রাসায়নিক ও পাউডারও খাওয়ানো হয়।
অভিযোগপত্রে ওই ছাত্রটি জানিয়েছে একজন তার যৌনাঙ্গ তারই মুখে ঢোকানোর চেষ্টা করে। জামাকাপড় খুলে নগ্ন করে একজন একজন করে পেটাতে থাকে। একসময় চিৎকার করে বলতে থাকে, যতক্ষণ না মরছে,ততক্ষণ মারতে থাকো। বেধড়ক মারধরের ঘটনাটি ভিডিওয় তোলা হয় এবং কলেজের ছাত্রদের মধ্যে তা শেয়ারও করে অভিযুক্তরা। নিগৃহীত ছাত্রটি আরও জানিয়েছে হামলাকারীরা তার মুখ ঘষে দিয়েছে। চোখেও আঘাত করে। নাকও ছুঁলে দেয়। পুলিশ জানিয়েছে ওই ছাত্রকে হুমকিও দেয় অভিযুক্তরা। এর আগে নিগৃহীত ছাত্র কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ ও হুমকির ঘটনায় অভিযোগ জানিয়েছিল সে। চিঠিতে ছাত্রটি জানায় এক বন্ধুর সঙ্গে কথাবার্তা বলার সময় বিশ্বনবী সম্পর্কে সে আপত্তিকর মন্তব্য করায় তার ওপর হামলা চালানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।