মহানগর ডেস্কঃ উৎসবের মরশুমেও রাজ্যে রাজনৈতিক তরজা অব্যহত। শুক্রবার মধ্যমগ্রামের একটি পুজোর মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে সেখানেও রাজত্য সরকারকে এক হাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এতদিন এসএসসি নিয়োগ দুর্নীতিতে এই রাজ্যের শাসক দল বিরোধীদের বিরাগভাজন হয়ে চলেছিল ক্রমাগত। আর এবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে উঠে এল প্যারা টিচারদের প্রসঙ্গ।
এদিন সাংবাদিকদের সামনে সুকান্ত মজুমদার দাবি করেন, রাজ্যের কোষাগারের ভাঁড়ার এই মুহূর্তে শূন্য। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যকে প্রবল ঋণ করতে হতে পাড়ে বলে জানান তিনি। পাশাপাশি সুকান্ত মজুমদার দাবি করেন যেহেতু রাজ্যের ভাঁড়ার শূন্য সেহেতু কেন্দ্রীয় প্রকল্পগুলোর জন্য কেন্দ্রের পাঠানো অর্থ রাজ্যের বিভিন্ন প্রকল্পের খাতে খরচ করছে রাজ্যের শাসক দল।
এই বিষয় নিয়ে বলতে গিয়েই সুকান্ত সরকার স্পষ্ট জানিয়ে দেন, সর্ব শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্রের পাঠানো অর্থের সঙ্গে রাজ্যের বরাদ্দ অর্থ যোগ করেই প্যারা টিচারদের বেতন নির্ধারিত হয়। দেশের শীর্ষ আদালতের সম কাজে সম বেতন আইনকে স্বীকৃতি দিতেই কেন্দ্রীয় সরকারের তরফে প্যারা টিচারদের এই অর্থ বরাদ্দ হয় বলে জানান সুকান্ত মজুমদার। অথচ তাঁর দাবি কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা এই টাকার সঙ্গে রাজ্য সরকার তো কোনও অর্থ যোগ করেই না। উপরন্তু সেই অর্থকেই স্কুলের ব্যাগ এবং ছেলেমেয়েদের সাইকেল দেওয়ার কাজে ব্যবহার করে রাজ্য সরকার। তবে এদিন সুকান্ত মজুমদার জানান ব্যাগ ও সাইকেল পড়ুয়াদের দেওয়ার বিষয়ে তাঁদের কোনও সমস্যা নেই । তবে সেগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
পাশাপাশি সুকান্ত মজুমাদার এদিন জানান, রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও কেন্দ্রীয় সরকারের কোনও না কোনও প্রকল্পের টাকা। কোন প্রকল্পের টাকা থেকে লক্ষ্মীর ভান্ডারের খাতে রাজ্য সরকার ব্যয় করছে সেই বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্র।
19 comments
compare prescription drug prices
canadian online pharmacies ratings
no perscription drugs canada
canadian drugs pharmacy
prescription drugs online
great canadian pharmacy
reputable online pharmacy
testosterone canadian pharmacy
pharmacies with no prescription
order drugs online
canadian pharmacies for cialis
reliable online pharmacies
cheap meds no prescription
canadian pharmacy products
drugs without a prescription
online pharmacies in usa
reliable online pharmacy
Thank you for explaining this complex topic in such simple terms. Looking forward to more of such enlightening content!
Thank you so much for sharing this excellent web page.