Home Entertainment Subhman Gill : তেন্দুলকর নন, অথচ সারাকে মন দিলেন শুভমন গিল,তাহলে কি বলি অভিনেত্রী?

Subhman Gill : তেন্দুলকর নন, অথচ সারাকে মন দিলেন শুভমন গিল,তাহলে কি বলি অভিনেত্রী?

by Oindrila Chakraborty
Subhman Gill : তেন্দুলকর নন, অথচ সারাকে মন দিলেন শুভমান গিল,তাহলে কি বলি অভিনেত্রী?

মহানগর ডেস্ক : প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল। তবে কদিন ধরে নাম নিয়ে একটা বিভ্রাট চলেছে। কখনো উঠে আসছে সারা তেন্ডুলকরের নাম আবার কখনো উঠেছে সারা আলি খানের নাম। তবে নেটিজেনরা মনে করছেন তেন্ডুলকর নয়। বরং যুবক এই ক্রিকেটার মন দিয়ে বসেছেন বলিউড অভিনেত্রীকে।

প্লেনে ওঠার আগে বিমানবন্দরে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন অভিনেত্রী। তার পরনে ছিল গোলাপি ট্যাঙ্ক টপ। ক্যামেরায় হাত নেড়ে হেঁটে বেরিয়ে যাবার পরেই নজরছে আরেকজনের দিকে। যাকে দেখতে অনেকটা শুভমন গিলের মত। তবে নজর এড়ায়নি নেটিজেনদের। প্লেনে উঠে বসলেন সারা। তার পাশে এক যুবক উঠে বসলেন। যারা দল সেই বিমানবন্দরের যুবকের মতই।

তবে এই প্রথমবার নয়, বারবার একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে। এমনকি প্রকাশ এসেছে একটি ভিডিও যেখানে একই হোটেল থেকে বেরোতে দেখা যাচ্ছে দুজনকে।এক ব্যক্তি টুইট করেছেন, ‘আমার ভুল হতেও পারে, কিন্তু দেখে মনে হচ্ছে ওঁরা সারা আর শুভমন। পাশাপাশি বসে আছেন।’ হোটেল থেকে যুগলের বেরিয়ে আসার ভিডিয়োর নীচে আর এক জন লিখেছেন, “সারা আর শুভমন? একসঙ্গে রয়েছেন?’ শুরু হয়েছে জোরদার চর্চা। অনেকেই সহমত, তাঁরা ঠিকই দেখছেন। শেষমেশ প্রকাশ্যে ডেট করা শুরু করেছেন জুটিতে। তবে আর এক ভক্ত রসিকতা করে লিখলেন, “আমি বিশ্বাস করি না। আগে সারা এসে শুভমনের ম্যাচ দেখুক। ক্রিকেটারদের সঙ্গে প্রেমের ক্ষেত্রে ওটাই আসল প্রমাণ।’

সারা এবং শুভমনের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল আগস্ট মাসে। এক রেস্তোরাঁয় তাদের খেতে দেখে ফ্রেমবন্দি করেছিলেন এক অনুরাগী। যদিও এর আগে গিয়েছিল ভারতীয় তরুণ ক্রিকেটার মন দিয়ে ফেলেছেন শচীন টেন্ডুলকারের মেয়ে সারাকে। তবে আদপে কোন সারাতে মজেছেন তিনি সেটাই এখন প্রশ্ন।

You may also like