মহানগর ডেস্ক : আবারো সংবাদ শিরোনামে উঠে এলো শুভমন গিল এবং সারা আলী খানের প্রেম নিয়ে সরগরম কথা। তবে এবার যেন জল্পনা নিজেই কিছুটা উসকে দিলেন তরুণ ক্রিকেটার। সারার সঙ্গে প্রেম করছেন নাকি তবে? এক সাক্ষাৎকার তরুণ তারকাকে প্রশ্ন করা হয়েছিল। আর সেখানে নিজের এবং সারার প্রেমের কথা যেন এক প্রকার স্বীকার করে নিয়েছেন তিনি।
শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকরের সঙ্গে প্রথমের নাম জড়িয়ে পড়ে তরুণ ক্রিকেটতারকার। এমনকি শচীনের মেয়ের সঙ্গে কিছু অন্তর অন্তর ছবি ভাইরাল হয় শুভমনের। যা দেখে অনেকেই ভেবেছিলেন শচীনের জামাই হতে চলেছেন ওই তারকা। তবে তার কিছুদিন পরেই খবর আসে টেন্ডুলকরকে ভুলে আলী খানের প্রেমে মজেছেন শুভমন।
চলতি বছর আগস্ট মাসে অভিনেত্রী সঙ্গে একটি ছবি ভাইরাল হয় শুভমনের। দেখা যায় একটি পাঁচতারা হোটেলে বসে নৈশভোজ সারছেন দুজনে। আর কিছুদিন পর আবার এক হোটেল থেকে একসঙ্গে বের হতে দেখা যায় দুজনকে। তবে সম্প্রতি এই সাক্ষাৎকারে এই জল্পনা যেন কিছুটা বাড়িয়ে দিয়েছেন এই ক্রিকেটার। এক পাঞ্জাবি বিনোদ চ্যানেলের চাট শোয়ে আলাপচারিত চলাকালীন সঞ্চালক প্রশ্ন করেন,সব থেকে ফিট তারকা কে? কয়েক মুহূর্ত সময় না নিয়ে ক্রিকেটার উত্তর দেন সারা আলী খান। তারপরেই সঞ্চালক আবার প্রশ্ন করেন সারার সম্পর্কে সমস্ত সত্যি কথা বলো। আবার উত্তর দেন শুভমন,’ এইতো সত্যি বলে দিলাম। হয়তো না আবার হয়তো হ্যাঁ’।
যদিও ভিডিও আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই তো ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে তাদের প্রেম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়ে গিয়েছে।