মহানগর ডেস্ক: চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। চোখের সামনেই মৃত্যু হল এক মার্শাল আর্ট বিশেষজ্ঞের (Death of a Martial Art Expert)। যে ঘটনায় সবাই রীতিমতো শোকে মুহ্যমান। রবিবার তামিলনাডুর (Tamilnadu) মার্শাল আর্ট বিশেষজ্ঞ উনত্রিশ বছরের গিরিধরণ ইউ টিউবে (You tube) ইন্টারভিউ (Interview) দিচ্ছিলেন মার্শাল আর্ট নিয়ে। ভিডিও ক্যামেরার সামনে মার্শাল আর্টের নানা জটিল ব্যাপারস্যাপার হাতে কলমে দেখাচ্ছিলেন তিনি। । কিন্তু হঠাৎই অঘটন। হাতেকলমে কসরত দেখাতে দেখাতেই আচমকা মাটিতে লুটিয়ে পড়েন গিরিধরণ। যাঁরা সেখানে উপস্থিত ছিলেন, তাঁরা রীতিমতো চমকে যান। মাটি থেকে তিনি যে আর উঠবেন না, তা কেউ ভাবেননি।
মাটিতে লুটিয়ে পড়ার পরই কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মার্শাল আর্টের নামকরা বিশেষজ্ঞকে। সেখানে তাঁকে পরীক্ষা করে চিকিৎসকরা জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশ এসে। তাঁর দেহ পুলিশ পরিবারের হাতে তুলে দেয়। পুলিশ তাঁর অটোপ্সি রিপোর্টের অপেক্ষা করছে। জানা গিয়েছে, একটুও বিশ্রাম না নিয়ে একটানা মার্শাল আর্টের কসরত করে যাচ্ছিলেন গিরিধরণ। তবে ইউটিউবের চ্যানেলের সহকারী জানিয়েছেন, গিরিধরণ ভিডিওর সামনে মাত্র মিনিট পাঁচেক মার্শাল আর্টের কসরত দেখাচ্ছিলেন। তিনি অসুস্থ বোধ করছিলেন বলে তাঁকে জানিয়েছিলেন। কসরত দেখাতে দেখাতে বিশ্রামের জন্য ইন্টারভিউ নেওয়া বন্ধ করতে বলেছিলেন বলেও জানিয়েছেন ইউটিউবের সহকারী। তারপরই অঘটন ঘটে যায়। গত ছ বছর ধরে গিরিধরণ চেন্নাইয়ে একটি মার্শাল আর্টের একটি স্কুল চালাচ্ছিলেন। কীকারণে তাঁর হঠাৎ করে মৃত্যু হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।