মহানগর ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না সুদীপা চট্টোপাধ্যায়ের। দিন কয়েক আগে ডেলিভারি বয়কে নিয়ে পোষ্ট করে বিতর্ক এবং কটাক্ষের মুখে পড়েছেন তিনি। বুধবার ফের একই ঘটনার সাক্ষী হলেন অভিনেত্রী। নিজের সাজ পোশাক নিয়ে নানা অকথা কুকথা শুনতে হচ্ছে তাকে।
প্রত্যেক বারের মতো এবারেও নিজের বাড়িতে দুর্গা পুজোর আয়োজন করেছিলেন সুদীপা এবং তার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়। নবমীর দিন যে শাড়ি এবং গয়নায় সেজেছিলেন তা নিজের বুটিক এ পাওয়া যাবে এমন ঘোষণা করেছিলেন তিনি। আর তার জেরেই ঘটে যাবতীয় বিপত্তি। ছবি পোস্ট করে তিনি লেখেন,’ আমার নবমী লুক অনেকেই পছন্দ করেছে। এবার আমি এই লুক তৈরি করব আপনাদের জন্য। যেটা হতে পারে দিওয়ালি লুক। একটি তসর বেনারসি শাড়ি সঙ্গে দুটো নেকলেস সেট যেটা ব্রোঞ্জ ও কপার দিয়ে তৈরি,সোনার পালিশ( আমারটা সোনার, মাত্রাতিরিক্ত দামি)। তবে ডিজাইন ও মেকিং একি হবে কারণ দুটোই দক্ষিণ ভারতীয় কারিগরকে দিয়ে তৈরি হবে’।
ব্যাস এরপর আস্তে আস্তে একে একে কটাক্ষের তীর আসতে থাকে পোষ্টের নিচে। সুদিপার বুটিকে তৈরি শাড়ি অনেকেই মাত্রাতিরিক্ত দামি বলে কটাক্ষ করেছেন। তবে এবার শাড়ি গয়নার এরকম বিজ্ঞাপন দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। একজন লিখেছেন,’ সোনা কেনার ক্ষমতা আপনার একার নেই। মানুষকে আন্ডারএস্টিমেট কম করুন। সবাই তো আপনার মত হঠাৎ করে বড়লোক হয় নি। তাই এরম শো অফ করা দরকার পড়ে না। যারা বিত্তবান তারা সোনা সোনা করে চেঁচিয়ে বেড়ায় না’। অপর একজন লিখেছেন,’ শিক্ষা কম থাকলে যা হয় আর কি। নৈতিক শিক্ষার কথা বলছি। সোনা গয়না বা ধন-দৌলত জাহির করার বস্তু নয়। কিন্তু জ্ঞান ধারণা কম থাকলে কথায় কথায় মানুষ তা ব্যক্ত করে। প্রাচুর্য থাকতেই পারে কিন্তু তা দেখে কি হবে? বাকিদের থেকে একটু বড় হতে পারবেন, এই ভাবেন কি?’ এমনই নানা কটাক্ষ করেছেন নেটিজেনরা।