Home Entertainment Sudipta Chakraborty : শো নিয়ে বিদ্রুপ করায় নেটিজেনকে মোক্ষম জবাব দিলেন সুদীপ্তা চক্রবর্তী

Sudipta Chakraborty : শো নিয়ে বিদ্রুপ করায় নেটিজেনকে মোক্ষম জবাব দিলেন সুদীপ্তা চক্রবর্তী

by Oindrila Chakraborty
Sudipta Chakraborty : শো নিয়ে বিদ্রুপ করায় নেটিজেনকে মোক্ষম জবাব দিলেন সুদীপ্তা চক্রবর্তী

মহানগর ডেস্ক: বেশ কয়েক বছরের অবসর কাটিয়ে ছোট পর্দায় ফিরেছেন সুদীপ্তা চক্রবর্তী। একটি রান্নার শো ‘রান্নাঘরের গপ্পো’ নিয়ে ফিরেছেন তিনি। আর সদ্য শুরু হওয়া এই শো নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করলেন এক নেটিজেন। তবে ছেড়ে দেননি অভিনেত্রী। দিয়েছেন কড়া জবাব।

বাঙালি হেঁশেলের হারিয়ে যাওয়া বিভিন্ন রান্না নিয়ে এক নতুন রান্নার শো এনেছেন সঞ্চালিকা সুদীপ্তা। তার প্রথম দিনের এপিসোড নিয়ে দর্শকদের কাছে জানতে চান কেমন লেগেছে তার কাজ। সেখানেই একজন বিদ্রুপ করেন,’ ঠিক কাজই নিয়েছেন। বাড়িওয়ালী সিনেমায় তো রান্নার কাজই করতেন। ওখান থেকেই হাতেখড়ি’।

এরপরে সেই নেটিজেনকে কড়া জবাব দিয়েছেন সুদীপ্তা। লিখেছেন,’ বাড়িওয়ালি’ সিনেমায় রান্নার কাজ করিনি, অভিনয় করেছি একটি চরিত্রে, যে অভিনয়ের জন্য সেই বছরে সারা ভারতবর্ষের সমস্ত ছবির অভিনেত্রীদের মধ্যে আমাকে সেরা নির্বাচন করা হয় এবং সেই পুরস্কার হাতে তুলে দেন ভারতবর্ষের তদানীন্তন রাষ্ট্রপতি। আমার অভিনয়ের হাতে খড়ি অনেক আগে। সেই নিয়ে বিস্তারে আর গেলাম না। আর এই শোয়ে আমি রান্না করছি না, শো সঞ্চালনা করছি মাত্র। এবার বলি, রান্না করা অত্যন্ত কঠিন একটা কাজ, আর ভাল রান্না করা আরও কঠিন। তাই হাসতে হাসতে চোখ দিয়ে জল বের করে ফেলে এই কঠিন কাজটাকে সামান্য করে দিতে কোন অশিক্ষিত লোকই পারবে না। আপনিও না। আপনি রান্না করতে পারেন কি না জানা নেই। তবে লেখা পড়ে মনে হচ্ছে পারেন না। পারলে রান্নাকে সম্মানের চোখে দেখতেন। বাড়িতে যে বা যাঁরা রান্না করে দেন বলে দু’মুঠো খেতে পান, তাঁদের প্রতি শ্রদ্ধাশীল হোন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

সুদীপ্তার এই মন্তব্যে সহমত অনেকেই। ইতিমধ্যে তার জবাবে সহমত পোষণ করেছেন দেড় হাজারের বেশি মানুষ।

You may also like