Home Featured Suicide Threat By Ex-AAP Candidate : দিল্লিতে ভোটে টিকিট না পেয়ে হাই টেনশন টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি প্রাক্তন কাউন্সিলারের!

Suicide Threat By Ex-AAP Candidate : দিল্লিতে ভোটে টিকিট না পেয়ে হাই টেনশন টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি প্রাক্তন কাউন্সিলারের!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: আজব আবদার! আসন্ন পুর ভোটে দল তাঁকে টিকিট দেয়নি। টিকিট না পেয়ে হাইটেনশন টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি (Suicide Threat By Ex-AAP Candidate) আপের প্রাক্তন কাউন্সিলের। যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য দেখা দেয় রাজধানী দিল্লির (Delhi) শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে। সেখানে রয়েছে বিদ্যুতের হাই টেনশন টাওয়ার। রবিবার সেখানেই চড়ে বসেন আপের প্রাক্তন কাউন্সিলার হাসিব-উল-হাসান। সেখান থেকে আত্মহত্যার হুমকি দেন তিনি। অনেক রাত পর্যন্ত সেখানেই চড়ে বসেন তিনি। আসন্ন সিভিক ভোটে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে আপ। তাতে একশো চৌত্রিশ জন প্রার্থীর নাম রয়েছে। তালিকায় সত্তরজন মহিলাকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র গর্গকে। তাঁকে নারাইনা কেন্দ্রে প্রার্থী করেছে আপ। প্রার্থী করা হয়েছে দিল্লির সবথেকে প্রবীণ কাউন্সিলার মুকেশ গয়ালকে। তিনি আদর্শনগর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার গুড্ডি দেবীকে তিমরপুরের মালকাগঞ্জে প্রার্থী করেছে আপ। শনিবার তারা আসন্ন সিভিক ভোটে ১১৭জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আগামী চার ডিসেম্বর দিল্লির মিউনিসিপাল ভোট হবে। তার আগেই প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ সামাল দিতে হচ্ছে কেজরিওয়ালের আপকে। মিউনিসিপাল কর্পোরেশন ভোটের পাশাপাশি তাদের লড়াই করতে হবে গুজরাতের হাইভোল্টেজ বিধানসভা ভোটে। সেখানে শাসক বিজেপিকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পঞ্জাবের পর তাদের নজর এখন বিজেপির ঘাঁটি গুজরাতে। সেখানে ভোট হবে ডিসেম্বরের এক ও পাঁচ তারিখে। মোরবী সেতু বিপর্যয়ের পর কিছুটা ব্যাকফুটে থাকা বিজেপিকে ভোটে লড়াই শুধু আপের বিরুদ্ধেই নয়, চ্যালেঞ্জ লড়তে হবে কংগ্রেসের সঙ্গেও। গত বিধানসভা ভোটে সেখানে তারা জিতলেও কংগ্রেসও তাদের শক্তিপ্রদর্শন করেছিল। তবে এবার নয়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আপ। তারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছে টিভি অ্যাঙ্কর ইসুদান গাধবীকে। পঞ্জাবের পর এবার গুজরাতে তারা কীরকম ফল করে সেদিকে সবার নজর রয়েছে।

You may also like