Home Featured SUKANTA MAJUMDAR: অনুব্রত গড়ে দাঁড়িয়েই ‘বাঘের মাসি’ বলে অনুব্রতকে কটাক্ষ সুকান্তর

SUKANTA MAJUMDAR: অনুব্রত গড়ে দাঁড়িয়েই ‘বাঘের মাসি’ বলে অনুব্রতকে কটাক্ষ সুকান্তর

by Arpita Sardar
anubrata mondal, sukanta majumdar, bolpur, bjp, tmc

মহানগর ডেস্কঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। আর এই সময়ে বোলপুরের বাদশা অনুব্রত জেলে থাকায়, বারবার প্রধান বিরোধী শিবির শক্তিবৃদ্ধি করতে বোলপুরকেই প্রাধান্য দিতে চাইছে। রবিবারে অনুব্রতর গড় বোলপুরে দাঁড়িয়ে কেষ্টকে একের পর এক আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একের পর এক ইস্যুতে আক্রমণ করার পাশাপাশি অনুব্রতকে ‘বাঘের মাসি’ অর্থাৎ বিড়াল বলেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার।

নবান্ন উৎসব উপলক্ষে বোলপুর জেলার মল্লারপুরে পৌঁছন সুকান্ত মজুমদার সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। বোলপুরে পৌঁছে এক দলীয় কর্মীর বাড়িতে তাঁরা মধ্যাহ্নভোজ করার পাশাপাশি কলা, গুড়ের মিষ্টি, নতুন ধানের চালের গুঁড়ো এবং নারকেল খান সুকান্ত বাবু।

সেখান থেকেই অনুব্রত মণ্ডলকে আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, অনুব্রত মণ্ডলকে জেলে চাল পাঠাবেন তিনি। অনুব্রত সেখানেও চাকি পিষছেন। চাল পাঠিয়ে দিলে তিনি সিন্নি করে নেবেন। পরবর্তীতে একটি সভায় উপস্থিত হয়ে বিজেপি নেতা জানান, অনেকেই বলেছেন যে, জেলে নাকি বাঘ রয়েছে। তিনি অনুব্রতকে ‘বাঘের মাসি’ বলে কটাক্ষও করেন। তাঁর দাবি, বাঘের মাসির যেমন অনেক ছেলেপুলে হয় তেমনই ওঁর ছেলেরা বাইরে কাউমাউ। তাঁদেরও হাতের সামনে পেলে জেলে পাঠিয়ে দেওয়ার দাবি করেন সুকান্ত।

সুকান্ত মজুমদারের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায় বলেন, বাংলায় মানুষের সঙ্গে বিজেপি এই ভাবেই চালবাজি করছে। মানুষ সেটা ধরেও নিয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপি নিজেও সেই বিষয়টা টের পেয়েছেন বলে জানান তিনি। তিনি দাবি করেন, বিজেপির কাজ মিথ্যা মামলায় তৃণমূল নেতাদের জেকে পাঠানো।

You may also like