মহানগর ডেস্কঃ কন্যা সন্তানের ভবিষ্যৎ নিরাপদ ও সুরক্ষিত করার ক্ষেত্রে বিনিয়োগে পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলে একাধিক সুযোগ পাওয়া যেতে পারে।
কন্যাসন্তানদের কথা রেখেই এই স্কিম চালু করা হয়েছে। ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমেই কন্যাসন্তানের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। ছোট সঞ্চয়ের মাধ্যমেই অ্যাকাউন্ট চালু করা সম্ভব।
২০১৪ সালে কেন্দ্রীয় সরকারের তরফে স্কিমটি চালু করা হয়েছিল। এটি ১০০ শতাংশ নিরাপদ। এর মাধ্যমে আয়কর সাশ্রয়ও করা যেতে পারে।
সুকন্যা সমৃদ্ধির অধীনে ৭.৬ শতাংশ রিটার্ন পাওয়া যাবে। যদিও প্রতি অর্ধে সুদের হার ঠিক করা হয়। যাতে ওঠাপড়ার সঙ্গে এর সঙ্গতি থাকে। তবে বাজারদরের ওঠাপড়ার উপর নির্ভর করলেও সুদ কখনোই ৭ শতাংশের নিচে নামবে না। প্রতি বছরের শেষে নির্ধারিত সুদ অ্যাকাউন্টে জমা করা হবে।
নামমাত্র পুঁজিতে এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খোলা সম্ভব। বছরে মাত্র ২৫০ টাকা বিনিয়োগের মাধ্যমে এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যাবে। সর্বোচ্চ বিনিয়োগের সীমা ১.৫ লক্ষ টাকা। তবে স্কিমে যে পরিমাণ ন্যূনতম বিনিয়োগ দরকার, তা যদি স্কিমের শুরুতেই না করা হয়, তা হলে পরের মাসে ৫০ টাকা জরিমানা দিতে হতে পারে।
১০ বছরের নিচে কন্যা সন্তানের অভিভাবকেরা এই অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে কন্যাসন্তানের নামেই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন তাঁরা। প্রতি বাড়ি থেকে দু’জন কন্যাসন্তানের জন্য এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খোলা সম্ভব।
কন্যাসন্তানের বয়স ১৮ হলে অর্থাৎ সে সাবালিকা হলেই জমানো টাকা তুলে নিতে পারবে। আঠারো বছরের আগে কোনওভাবেই সঞ্চয়ীকৃত টাকা তোলা যাবে না। তবে অ্যাকাউন্টটি ম্যাচিওর হবে কন্যা সন্তানের ২১ বছর বয়স হলে।