Home Featured Sundar Pichai Awarded: ‘ভারত আমার জীবনেরই অংশ’! পদ্ম-পুরস্কার হাতে নিয়ে মন্তব্য আপ্লুত সুন্দর পিচাইয়ের

Sundar Pichai Awarded: ‘ভারত আমার জীবনেরই অংশ’! পদ্ম-পুরস্কার হাতে নিয়ে মন্তব্য আপ্লুত সুন্দর পিচাইয়ের

by Arpita Sardar

মহানগর ডেস্ক: শুক্রবার পদ্মভূষণ (Padma Bhushan) পুরস্কারে সম্মানিত হলেন ‘গুগল’ এবং ‘অ্যালফাবেট’-এর সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। আর সেই সম্মান প্রদানের মঞ্চ থেকে নিজেকে ভারতের অংশ বলে দাবি করেন। তিনি বলে ওঠেন, ‘ভারত আমার জীবনেরই একটি অংশ’। এদিন আমেরিকার সান ফ্রান্সিসকোতে খড়গপুর আইআইটি’র এই প্রাক্তনী সুন্দরের হাতে পদ্মভূষণ তুলে দেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। ভারতের (India) তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে স্বভাবতই আপ্লুত সুন্দর।

এদিকে সুন্দরের হাতে পদ্মভূষণ পুরস্কার তুলে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাষ্ট্রদূত তরণজিৎ। এদিন টুইটারে তিনি লিখেছেন, “সান ফ্রান্সিসকোতে গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইয়ের হাতে পদ্মভূষণ পুরস্কার তুলে দিতে পেরে আমি ভীষণই আনন্দিত। মাদুরাই থেকে মাউন্টেন ভিউ, তাঁর এই সুদীর্ঘ যাত্রা বহু মানুষের অনুপ্রেরণা। তিনি ভারত-আমেরিকার অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ককেও ত্বরান্বিত করতে সাহায্য করেছেন।”

অন্যদিকে পুরস্কার হাতে আপ্লুত সুন্দর পিচাই জানান, “ভারত তাঁর জীবনেরই একটি অংশ। তিনি তাঁকে সঙ্গে নিয়েই বহন করেন। আমি ভাগ্যবান যে এমন একটি পরিবারে জন্মেছি, যেখানে শিক্ষা ও জ্ঞানকে এইভাবে লালন করা হয়। বাবা-মা’র কাছেও কৃতজ্ঞ কারণ তাঁর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাঁরা বহু ত্যাগ স্বীকার করেছেন।” পিচাইএর আরও সংযোজন, “ভারতই আমাকে তৈরি করেছে, এই উচ্চতার শিখরে পৌঁছে দিয়েছে। এমনকি এবার এই বিশাল সম্মান প্রদানের জন্য ভারত সরকার ও ভারতের সমস্ত জনগণের কাছে তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সম্মানে তিনি আপ্লুত।

You may also like