Home Entertainment Suniel Shetty : মৌনব্রত ভাঙলেন সুনীল, মুখ খুললেন হেরা ফেরি নিয়ে

Suniel Shetty : মৌনব্রত ভাঙলেন সুনীল, মুখ খুললেন হেরা ফেরি নিয়ে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : অবশেষে হেরা ফেরির তৃতীয় ভাগে থাকা বা না থাকা নিয়ে সুনীল শেট্টি। কয়েক আগে টুইটারের মাধ্যমে পরেশ রাওয়াল ঘোষনা করেছিলেন ২০০০ সালের বিখ্যাত হিট কমেডি হেরাফেরি তৃতীয় বারের মতো। তবে তারপর থেকেই শোনা গিয়েছিল হেরাফেরি ফিরলেও ফিরবেন না অক্ষয় কুমার না সুনীল শেট্টি কেউ। আর এই খবর সামনে আসার পর থেকেই ভেঙে পড়েছিলেন হেরা ফেরি ভক্তরা। একাধিক প্রশ্ন উঠে এসেছিল। তবে অবশেষে সবকিছুর উত্তর দিলেন ‘শ্যাম’ নিজেই।

সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন সুনীল শেট্টি। সেখানে হেরা ফেরি নিয়ে তাকে প্রশ্ন করা হলে সোজাসুজি তিনি জানিয়ে দেন। কেউ কারো চরিত্র কেড়ে নিচ্ছে না। রাজু, শ্যাম বাবুরাও যেমন ছিল তেমন থাকবেন। কথা প্রসঙ্গে তিনি জানান,’ কার্তিক আরিয়ান খুব ভালো একটা পছন্দ। তবে তিনি রাজুর চরিত্রে অভিনয় করবেন না। ওর যা অভিনয় দক্ষতা এই নিয়ে একদম নতুন এক অবতার এ হাজির হবে কার্তিক। অন্যদিকে রাজু এবং ছবির প্রোডিউসারের মধ্যে ইতিমধ্যে কথা হয়ে গিয়েছে’।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল শেট্টি জানিয়েছেন, তিনটি আইকনের চরিত্রের পাশাপাশি এক নতুন অবতারে হাজির হবেন কার্তিক আরিয়ান। উল্লেখ্য ২০০০ সালে প্রথমবারের মতো ঘর দেয় হাজির হয়েছিল হেরা ফেরি। যার পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন প্রিয়দর্শন। পরবর্তীকালে ফির হেরা ফেরি আসে ২০০৬ সালে। যার পরিচালনার দায়িত্ব সামনে ছিলেন প্রয়াত ফিল্ম মেকার নিরজ ভোড়া। এবং তৃতীয় ভাগের দায়িত্ব নিয়েছেন অ্যানি বাজমি।

You may also like