মহানগর ডেস্ক: রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। ফলে বিশ্বকাপ কোন দেশ পাবে, তা নিয়ে ফুটছে দুদেশের সমর্থকরা। তবে এবারের বিশ্বকাপের সঙ্গে ১৯৯২ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের কোথাও যেন একটা মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। সেবার ইমরান খানের নেতৃত্ব কাপ জিতেছিল পাকিস্তান। তবে এর মধ্যেই একটা বোমা ফাটিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সুনীল গাভাসকার (Sunil Gavaskar) । তাঁর মন্তব্য শুনে হতবাক বহু মানুষ। অ্যাডিলেড ওভালে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচের আগে গাভাসকার বলেছিলেন পাকিস্তান যদি বিশ্বকাপ জেতে, তাহলে ২০৪৮ সালে সেদেশের প্রধানমন্ত্রী হবেন অধিনায়ক বাবর আজম (Pakistan Captain Babar Azam) । তাঁর এমনধারা মন্তব্য থুড়ি ভবিষ্যৎবাণী শুনে মাইকেল আথারটন ও শেন ওয়াটসন রীতিমতো স্তম্ভিত। গাভারকার একটি খেলার পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে ওই আলটপকা মন্তব্য করেছিলেন। আসলে কী বোঝাতে চেয়েছেন গাভাসকার, সেটা পরিষ্কার নয়। এমনটা কী বোঝাতে চেয়েছেন বিশ্বকার জেতার পরই রাজনীতি থেকে বেশি দূরে থাকতে পারেননি ইমরান। এবার হয়তো সেরকমই কিছু করতে পারেন বাবর আজম।
এদিকে দুদেশের মরণপণ লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে নানারকম জল্পনাও তৈরি হয়েছে। ১৯৯২ সালে পঞ্চাশ ওভারের টুর্নামেন্টের সঙ্গে কীরকম একটা খটমটে মিল যেন খুঁজে পাওয়া যাচ্ছে। সেবার ইমরানের নেতৃত্বে কাপ জেতে পাকিস্তান। কিন্তু সেবারও প্রায় কোণঠাসা অবস্থা থেকে ঘুরে তারা ঘুরে দাঁড়িয়েছিল মূলত ওয়াসিম আক্রমণের দৌলতে। এবারে ফাইনালের আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে সেই মিলের কথা জানানো হলে তাঁর জবাব,অবশ্যই। দুটো ফাইনালের মধ্যে মিল রয়েছে। তাঁরা ট্রফি জেতার চেষ্টা করবেন। দলকে নেতৃত্ব দেওয়ার গৌরব অনুভব করছেন। তবে শুরুটা ভালো হয়নি, তবে যেভাবে টিম ফিরে এসেছে, তা তারিফ যোগ্য। দলের সবাই বাঘের মতো লড়াই করেছে। পাকিস্তান দল এখান থেকেই ধারাবাহিকতা চালিয়ে যাবে এবং আমাদের দলের খেলোয়াড়রা সেরাটা দেওয়ার চেষ্টা করবে। ১৯৯২ সাল এবং ২০২২ সালের বিশ্বকাপে পাকিস্তান মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হার দিয়ে শুরু করেছিল এবং দুটো টুর্নামেন্টেই তারা ভারতের কাছে হেরেছিল। এখন অপেক্ষা আর কয়েকঘণ্টার। রাত পোহালেই…