Home Top Stories Manik Bhattacharya: মানিক ভট্টাচার্যের মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

Manik Bhattacharya: মানিক ভট্টাচার্যের মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) গ্রেফতার করেছে ইডি (ED)। ইডির অফিসারদের অভিযোগ, তদন্তে অসহযোগিতা করছেন তিনি। এমন পরিস্থিতিতেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্যের আইনজীবী। কিন্তু জানা যাচ্ছে, আপাতত এই ঘটনায় সুপ্রিমকোর্ট হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্যের আইনজীবী। বুধবার তাঁর আইনজীবী মুকুল রোহতগী মামলাটির দ্রুত শুনানির আর্জি করেন। বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ এখনই এই মামলায় সাড়া দিতে নারাজ। শীর্ষ আদালত ইডিকে এই মামলায় নোটিস দিতে বলেছে। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভবনা রয়েছে।

অর্থাৎ বলা যায় ইডির বিরুদ্ধে মানিক ভট্টাচার্যের মামলায় হস্তক্ষেপ করল না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তবে মামলাটি গ্রহণ করেছে শীর্ষ আদালত। যার ফলে আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ মঙ্গলবার মানিককে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। এই নির্দেশই আপাতত বহাল থাকছে।

You may also like