মহানগর ডেস্ক: নেতাজি সুভাচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি হিসাবে দাবি তুলে করা জনস্বার্থ মামলার আবেদন খারিজ করল শীর্ষ আদালত। সোমবার বহুদিনের এই দাবিকে নস্যাৎ করে সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আবেদনকারীর উদ্দেশে বলেন, ‘এটা ভারত সরকারের ব্যাপার। সুপ্রিম কোর্ট কী করবে? আদালতের এক্তিয়ারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করুন।’ শীর্ষ আদালতের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, বিচার বিভাগ এই বিষয়ে হস্তক্ষেপ করবে না।
অন্যদিকে জাস্টিস চন্দ্রচূড় আরও বলেন, ‘দেশের প্রতি নেতাজির অবদান স্মরণ করতে হলে সেটার সেরা হবে কঠোর পরিশ্রম, ছুটির সংখ্যা বাড়ানো নয়।’ আবেদনকারীকে প্রধান বিচারপতি বলেন, ‘যে কোনও কিছুর বিচার চেয়ে আদলতের কাছে আসা যায় না। আপনি নীল আকাশ পছন্দ করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন না। তাই নেতাজীকে নিয়ে এটা জনস্বার্থ মামলার নামে উপহাস। এই আবেদনের পিছনে যে তিন মিনিট ব্যয় হল, সেই সময়ে অন্য কোনও আবেদনকারী স্বস্তি পেতে পারতেন। আবেদন জমা দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করা উচিত এই বিষয়ে মীমাংসার মতো এক্তিয়ার আদালতের আছে কি না।’
এদিকে শীর্ষ আদালতের সামনে আবেদনকারীর দাবি ছিল, শিশু দিবস, বুদ্ধ পূর্ণিমার মতো দিন যদি ছুটি উদযাপনের মান্যতা পায়, তাহলে কেন নেতাজির জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষিত হবে না? উল্লেখ্য, এর আগেও বহু ব্যক্তি ও সংগঠন ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটির দিবস ঘোষণার দাবি জানিয়েছেন। তবে আগের বছর কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেন। কিন্তু ছুটি দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।