Home Featured UAE PASSPORT : আরবে যেতে হলে পাসপোর্টে ‘পদবি’ এখন থেকে বাধ্যতামূলক

UAE PASSPORT : আরবে যেতে হলে পাসপোর্টে ‘পদবি’ এখন থেকে বাধ্যতামূলক

by Arpita Sardar
united arab emirates, passport, indigo, surname must

মহানগর ডেস্কঃ কর্মসূত্রে বা বেড়াতে যাওয়ার জন্য বিদেশ ভ্রমণে পাসপোর্ট তো বাধ্যতামূলক। তাছাড়া পাসপোর্ট বর্তমানে অন্যতম আইডেন্টিটি কার্ডও। পাসপোর্টে কোনওরকম ভুল থাকলে তা সমস্যা তৈরি করতে পারে। বর্তমানে পশ্চিমী দেশগুলির মত মধ্যপ্রাচ্যও বিদেশভ্রমণের অন্যতম কেন্দ্রবিন্দু। এই মধ্যপ্রাচের আরব আমিরশাহীতে যেতে হলে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে বিশেষ যত্নবান হয়ে উঠতে হবে। আরব আমিরশাহীতে যেতে গেলে পাসপোর্টে শুধু নিজের নাম নয়, লিখতে হবে নিজের পদবিও। পদবি না দিলে মিলবে না UAE যাওয়ার ভিসা। এই নতুন নিয়মই প্রযুক্ত হচ্ছে সেই দেশে। সংযুক্ত আরবের সমস্ত ট্র্যাভেল এজেন্টদের কাছে এই নির্দেশনামা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। নতুন নিয়মের কথা এয়ার ইন্ডিয়ার তরফেও ঘোষণা করা হয়েছে।

ভারত এবং আরবের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বর্তমানে কোভিড নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। ফলত ২০২২ সালে দুবাই যাওয়া বিদেশ ভ্রমণকারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন ভারতীয়রা। পাশাপাশি ভারত থেকে একটা বড় সংখ্যক শিক্ষার্থী চাকরির জন্য আরবে যান। তাই ওই দেশে যাওয়ার পরিকল্পনা থাকলে পাসপোর্টে কখনওই নিজের পদবি ছাড়া নাম ব্যবহার করা যাবে না।

নতুন নিয়মানুযায়ী একক নাম অথবা প্রথম নাম সহ পাসপোর্ট আরবে গ্রহণ করা হবে না। এই ধরণের যাত্রীদের INAD হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ তাঁরা পড়বেন বাতিলের তালিকায়। ২১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্যটক বা ভিজিট ভিসায় ভ্রমণকারীদের জন্য আপাতত লাগু হচ্ছে না এই নিয়ম। তবে হ্যাঁ, যদি কেউ চাকরির জন্য বা অন্য কোনও কারণে সেখানে বসতি স্থাপন করতে যান, তাহলে তাঁর পাসপোর্টে অবশ্যই নাম ও পদবি থাকতেই হবে। সমগ্র বিষয়টি বিশদে জানার জন্য ইন্ডিগো বিমান সংস্থার ওয়েবসাইট যাত্রীরা দেখে নিতে পারেন।

You may also like