Home Entertainment Sushmita Dey : দর্শকদের টানে ফিরছেন সুস্মিতা দে, ‘টিয়া’ ফিরছেন অন্য ভূমিকায়

Sushmita Dey : দর্শকদের টানে ফিরছেন সুস্মিতা দে, ‘টিয়া’ ফিরছেন অন্য ভূমিকায়

by Oindrila Chakraborty
Sushmita Dey : দর্শকদের টানে ফিরছেন সুস্মিতা দে, 'টিয়া' ফিরছেন অন্য ভূমিকায়

মহানগর ডেস্ক : প্রথম ধারাবাহিকে যেমন সফল হয়েছিলেন। পরের ধারাবাহিকে তেমন ভাবে নজর কাড়তে পারলেন না সুস্মিতা দে। ফলে তিন মাসের মাথায় বন্ধ হয়ে গিয়েছিল ধারাবাহিক। আচমকা বৌমা একঘর ধারাবাহিক বন্ধ হয়ে যেতে মন খারাপ হয়ে গিয়েছিল নায়িকা সুস্মিতা দে’রও। খুব জলদি মন খারাপ ঝেড়ে ফেলে ফিরছেন ধারাবাহিকে।

টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে শাহানা দত্তের নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে। খুব দ্রুত শুরু হবে নতুন ধারাবাহিকের কাজ। ‘অপরাজিতা অপু’ দিয়ে দর্শকদের মনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন সুস্মিতা। তবে ‘বৌমা একঘর’ সেভাবে না চললেও তার অভিনয় মঞ্চ হয়েছিল দর্শকদের। সূত্রের খবর পৌঁছে ফের স্টার জলসাতেই ফিরতে চলেছেন অভিনেত্রী। তবে এখানেও রয়েছে টুইস্ট।

কিছুদিন আগে আমরাই খবর করেছিলাম রাজদীপ গুপ্ত ফিরছেন ছোটপর্দায়। যার বিপরীতে দেখা যাবে নবনীতা দাসকে। তবে এখন শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে কিছু বদল ঘটেছে। যে কারণে আপাতত সুস্মিতা দে’র খবর সামনে আসছে। তবে অভিনেত্রী এখনো পর্যন্ত কিছু জানাননি।

You may also like