মহানগর ডেস্ক : সম্প্রতি নিজের ছেলেদের সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করলেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। সেইসঙ্গে ছেলেদের জানালেন ধন্যবাদ। ছেলেদেরকে বললেন আমাকে মা হিসেবে মেনে নেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু আচমকা কেন হঠাৎ এমন কথা বললেন সুজান।
চেক স্কার্ট এবং সাদা ক্রপ টপে দারুন মিষ্টি লাগছে সুজানকে। তার দু’পাশে দাঁড়িয়ে রেহান এবং হৃদান। দুজনেই বেশ লম্বা। দুই ছেলেকে পাশে নিয়ে সুজান ছবিতে লিখেছেন,’ আমি খুব ভয় পাই বুড়ো হতে। আমি এই বয়সেই ঠিক আছে। যাতে আমি তোমাদের সাথে আরো অনেক খেলা খেলতে পারি, তোমাদের সঙ্গে মিলে অনেক নতুন রাস্তা খুঁজতে পারি। আমার জীবনটা সবে শুরু হয়েছে। ভূতের জীবনের এই রেলগাড়ি কোনদিন না থেমে যায় এক মিনিটের জন্য। সমস্ত আঘাত প্রতিঘাত নিয়ে বাংলা জীবন টাকে এগিয়ে নিয়ে যেতে পারি গর্ব করে। ধন্যবাদ আমাকে মা হিসেবে গ্রহণ করার জন্য। আমি সবসময় তোমাদের আড়াল করে রাখব’।
উল্লেখ্য, নিজের জন্মদিন দুই ছেলের সঙ্গে কাটিয়েছেন তিনি। তখনই এই বিশেষ মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করা হয়েছে।১৮ বছরের দাম্পত্য জীবন থেকে বিদায় নিলেও প্রাক্তন স্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি। এমনকি হৃত্বিক-সুজান দুজনেই সামলাচ্ছেন দুই ছেলের দায়িত্ব। বিচ্ছেদের পরেও তাদেরকে একাধিকবার দেখা গিয়েছে স্বপরিবারে। বর্তমানে আর্সালান গোনির সঙ্গে সম্পর্কের রয়েছেন সুজান।