Home Featured SUVENDU ADHIKARI: বিধানসভায় মমতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুভেন্দু – অগ্নিমিত্রার, প্রণাম করলেন পায়ে হাত দিয়ে

SUVENDU ADHIKARI: বিধানসভায় মমতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুভেন্দু – অগ্নিমিত্রার, প্রণাম করলেন পায়ে হাত দিয়ে

by Arpita Sardar
mamata banarjee, subhendu adhikari, west bengal legislative assembly,

মহানগর ডেস্কঃ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দুর গলায় বারবার ঝরে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও ‘লেডি কিম’ আবার কখনও ‘দুর্নীতি কাণ্ডে মূল অভিযুক্ত’ বলে কটাক্ষ করেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই এদিন তাঁর ঘরে প্রবেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, সুত্রের খবর অনুযায়ী এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন শুভেন্দু। এই খবর স্মনে আসতে ইতিমধ্যেই তোলপাড় হয়ে গিয়েছে গোটা বঙ্গ রাজনীতি। সাম্প্রতিক সময়ের ইতিহাসে এই দৃশ্য একরকম বিরলই বলা চলে।

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তাঁর কক্ষে প্রবেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির তিন বিধায়ক অগ্নিমিত্রা পাল, মনোজ টিগগা, এবং অশোক লাহিড়ী। তিন মিনিটের সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন শুভেন্দু এবং অগ্নিমিত্রা। দুই পক্ষের মধ্যে কী কথাবার্তা হয়েছে, সেই সম্পর্কে কেউই স্পষ্ট করে কিছু বলেনি ।

সূত্রের খবর, শুভেন্দু অধিকারীকে দেখতে পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অভিমানের সুরে বলেন, ‘অনেকদিন পরে এত কাছে এলি’। আবার অপরদিকে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে তৃণমূলে আসতে আহ্বান জানিয়ে তাঁকে অর্থমন্ত্রী হওয়ার প্রস্তাবও দেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। উল্টোদিকে বিরোধী দলনেতা বলেন, কিছু দিতে হবে না, শুধু পিএসিটা দিয়ে দিন।

পরবর্তীতে এই সাক্ষাৎকে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই ‘সৌজন্যমূলক’ বলে দাবি করেন। তবে বর্তমান পরিস্থিতিতে যখন রাজনৈতিক পারদ ক্রমাগত চড়ছে, তখন এই বৈঠক যে একাধিক জল্পনা সৃষ্টি করছে তা আরও বলার অপেক্ষা রাখে না।

You may also like