Home Featured SUVENDU ADHIKARI : পঞ্চায়েত ভোটে প্রশাসনের সঙ্গে তৃণমূলের যোগসাজশের অভিযোগ

SUVENDU ADHIKARI : পঞ্চায়েত ভোটে প্রশাসনের সঙ্গে তৃণমূলের যোগসাজশের অভিযোগ

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ বাংলার বুকে একের পর এক দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে রাজ্যের শাসক দলের সঙ্গে ব্যক্তি শুভেন্দুর বিরোধ চরমে। এবার ফের পঞ্চায়েতো নির্বাচন নিয়ে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসকদলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে পঞ্চায়েতগুলিতে পুনর্বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ম বহির্ভূতভাবেই করা হয়েছে। এক্ষেত্রে সেই অভিযোগকে সামনে এনে নির্বাচন কমিশনকে চিঠি দিলেও তাঁদের জবাবে খুশি হননি শুভেন্দু, এমনটাই জানিয়েছেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে, আইনি প্রক্রিয়ায় তিনি বিরোধিতা করতে পারেন।

শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নির্বাচন কমিশনের দ্বারা তৈরি করা সংরক্ষণের নিয়ম মানা হচ্ছে না। পাশাপাশি তিনি দাবি করেন, পঞ্চায়েতের সর্বনিম্ন স্তরে আসন সংরক্ষণ এবং পুনর্বিন্যাস নিয়ম বহির্ভূত ভাবে হচ্ছে। এই অভিযোগ সামনে এনে কমিশনকে চিঠি দেওয়া হলে তাঁদের জবাবে তিনি খুশি হননি বলেই জানান শুভেন্দু। দ্রুত পঞ্চায়েত নির্বাচন করতে গিয়েই এগুলি হচ্ছে বলে দাবি করেন শুভেন্দু। তাই তিনি সপাটে জানিয়েছেন, তাঁরা আইনের পথে চলবেন।

শুভেন্দুর অভিযোগ, পঞ্চায়েত স্তরে তফশিলি জাতি এবং উপজাতি সংক্রান্ত যে তথ্য প্রদান করতে হয়, সেখানে ব্লক প্রশাসন দ্বারা অনিয়ম করা হচ্ছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন বিরোধী দলনেতা। কমিশনের জবাবে তিনি কেন খুশি নন সে ব্যাপারে মেলেনি কোনও স্পষ্ট ধারণা।

যদিও শুভেন্দুর আদালতে যাওয়ার হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। তাঁদের দাবি, শুভেন্দু অধিকারী আদালতে গেলে তাঁরাও নিজেদের মত জানাবেন।

You may also like