মহানগর ডেস্ক: দিন যতই হচ্ছে ততই শিক্ষা থেকে একাধিক ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ করছে রাজ্য সরকারের বিরুদ্ধে। আর তারই প্রতিবাদে সরব পরীক্ষার্থী থেকে বিরোধীরা। তারই মধ্যে হাইকোর্টে চলা রাজ্য সরকার বিরোধী মামলাগুলির একটি টেট দুর্নীতি। সেই নিয়ে দক্ষিণ থেকে মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় টেট পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে অনশন করে রয়েছেন। তাদের নিয়োগের স্বপক্ষে হাইকোর্ট কতটা মোকাবিলা করবে সেই আশায় দিন গুনছেন তারা। এই আবহেই দুর্নীতি নিয়ে একেবারে কঠোর ও আশানুরূপ থেকেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁকে চাকরিপ্রার্থীদের ‘ভগবান’। বলে আখ্যা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে রাজা রামমোহন রায়ের ছায়া দেখতে পাচ্ছি। সরাসরি হয়ত ভগবান বলতে পারছি না ঠিকই। তবে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে চলে সমাজ সংস্কারক হয়ে উঠছেন।’ এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় সরকার বিরোধী রায় দেওয়ার কারণে বারেবারে আক্রমণ এর শাসকদল তৃণমূলের থেকে আক্রমণের তীর ছুটে এসেছে তার দিকে। অনেক সময়ই ঘাসফুল শিবির অভিযোগ করেছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নির্দেশ দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই আবহে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধআরণ সম্পাদককে নিয়ে মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এদিকে শুক্রবার হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বেআইনিভাবে চাকরি পাওয়া ২৬২ জনের একটি তালিকা জমা পড়েছে প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। এর পরই এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিবিআইয়ের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, তদন্তে গ্রেফতার হওয়া ৬ জন তথ্য দিতে সহযোগিতা করছে কিনা। এমনকি তাদের মুখ থেকে কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উঠে আসছে কিনা সে ব্যাপারেও তদন্তে সহযোগিতা করছেন কি না এব্যাপারে সিবিআইকে আদালতে রিপোর্ট পেশ করতে বলেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘নিয়োগ দুর্নীতির আসল মাথাটা কে সেটা আমরা সবাই জানি। কিন্তু এই জীবদ্দশায় তার শাস্তি হবে বলে মনে হয় না।’ এর পরই থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এদিনের মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। নাম না করেও তিনি মাথা বলেছেন, সেই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতীক মহল।