মহানগর ডেস্ক: শনিবার গোয়া সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী মাসের ১৪ তারিখ এক দফায় অনুষ্ঠিত হতে চলেছে দেশের পশ্চিম উপকূলীয় রাজ্যের বিধানসভা ভোট। আর এই বিধানসভা নির্বাচনকে হাতিয়ার করেই সেই রাজ্যে নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এই মর্মে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন দলীয় কর্মীরাও।
তবে ভোটের মুখেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ফুটেজ সোশাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওটিতেই অভিযোগ উঠেছে যে টাকার বদলে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে ভোটার কার্ড বিলি করছে ঘাসফুল শিবির। ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে উনি কোথা থেকে এসেছেন, তিনি আদৌ গোয়ার বাসিন্দা কিনা ইত্যাদি। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন যে তিনি গোয়ার বাসিন্দা নন এবং টাকার বিনিময়েই তিনি তৃণমূলের হয়ে প্রচার করেন। আর সেই ভিডিওটি শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন,’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে তাঁর প্রাক-নির্বাচন প্রতিশ্রুতি পূরণ করছেন। কীভাবে? ত্রিপুরার নির্বাচনে টাকা দিয়ে লোক পাঠিয়েছিলেন। এরপর টাকা দিয়ে গোয়ায় লোক পাঠাচ্ছেন! তাহলে হল না ডবল-ডবল চাকরি! মাননীয়ার সব খেলা শেষ হবে ফেব্রুয়ারিতে।’
How @MamataOfficial is fulfilling her pre poll promise of providing “Double Double Jobs” to Bengalis.
Firstly sent people to Tripura for Municipal Polls. Now she’s sending people to Goa for Assembly Polls. Isn’t it”Double Double Jobs”?
Just that it’s temporary. Stunt ends in Feb. pic.twitter.com/WGpgJr13fR— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 8, 2022