
মহানগর ডেস্ক: বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। এদিন বিধানসভায় (Legislative Assembly) গিয়ে তৃণমূলের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। বিধানসভায় যোগদান নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা এখানে ভারতীয় জনতা পার্টির ২০ বিধায়ক সংবিধান প্রণেতা ভি আর আম্বেদকরের মূর্তির তলায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদটা রাখলাম। আমাদের প্রত্যেকের হাতে সংবিধানের বই আছে। তৃণমূল সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে। যেটা স্বাধীনতার পরে এই কোনও রাজনৈতিক দল করিনি। এমনকী, ভারতবর্ষের অন্য কোনও বিধানসভা বা লোকসভাতে এটা হয়নি।’
শুভেন্দু অধিকারী বলেন, ‘এই ধরনের একটাও উদাহরণ নেই। একজন দায়িত্বশীল পদাধিকারী যিনি তৃণমূলের মহাসচিব আবার পরিষদীয় মন্ত্রী। তিনি তাঁর বিধানসভার সরকারি কক্ষে আরেকজন পরিবহনমন্ত্রীকে সাথে নিয়ে একজনকে তৃণমূল যোগদান করালেন। তৃণমূলের পতাকা হাতে তুলে দিলেন। এটা একেবারেই নজিরবিহীন ঘটনা।’
শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে যেটা বার বার বলে এসেছি, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। সংবিধানের সেই মূল বক্তব্যকে নস্যাৎ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বদলে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থা এটাই ছিল সর্বশেষ জায়গা। যে জায়গাটা তাঁরা শেষ করলেন।’
Suvendu Adhikari slams TMC for Sabyasachi Dutta join party in Legislative Assembly
Also Read:
Kunal Ghosh: মমতার ছায়ার বাইরে কারও কোনও অস্তিত্ব নেই বুঝতে পেরেছেন দলত্যাগীরা: কুণাল ঘোষ
TMC: ফের ভাঙন বিজেপিতে, ২ পঞ্চায়েত সদস্য সহ বনগাঁয় তৃণমূলে যোগ দিলেন ১২০০ কর্মী-সমর্থক