Home Featured Suvendu Adhikary: ‘তোর বেগম মমতা কেমন আছে?’ হোয়াটসঅ্যাপ শুভেচ্ছা কার্ডের অশালীন জবাব শুভেন্দুর

Suvendu Adhikary: ‘তোর বেগম মমতা কেমন আছে?’ হোয়াটসঅ্যাপ শুভেচ্ছা কার্ডের অশালীন জবাব শুভেন্দুর

by Arpita Sardar

মহানগর ডেস্ক: হোয়াটসঅ্যাপ শুভেচ্ছা বার্তার প্রত্যুত্তরে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য শান্তিকুঞ্জের সামনে গেট ওয়েল সুন কার্ড নিয়ে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র–যুব শাখা। তাতেই শান্তি বিঘ্ন হবার দাবি তুলে ওম বিড়লাকে ফোন করেছিলেন শুভেন্দু অধিকারীর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারী। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলার দাবি তুলে সিবিআই তদন্ত চেয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু নেতার সুস্থতা কামনা থামিয়ে রাখেনি রাজ্যে শাসক দল। ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপেই সুস্থতা কামনা করে কার্ড পাঠানো শুরু করে। আর তাতেই মেজাজ হারিয়ে অশালীন জবাব দেন বলে অভিযোগ নন্দীগ্রামের বিধায়কের উপর। সেই বার্তার স্ক্রিনশট সামাজিক মাধ্যম থেকে শুরু করে সর্বভারতীয় তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাতে ঘুরে বেড়াচ্ছে।

ঠিক কী লেখা হয়েছিল হোয়াটসঅ্যাপে?‌
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপ লেখা হয়, ‘‌আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন’‌। শুভেন্দুকে ‘‌গেট ওয়েল সুন’‌ কার্ড পাঠানোর এই কর্মসূচিতে অনেকেই নাকি বেনামে অংশগ্রহণ করেছে। গোলাপ ফুলে ছবি দেওয়া সেই কার্ড লেখা, ‘‌লোডশেডিং এমএলএ শুভেন্দুর দ্রুত সুস্থতা কামনা করি।’‌

আর হোয়াটসঅ্যাপে এইসব কার্ড পেয়ে মেজাজ হারিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কী জবাব দিয়েছেন?
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি হোয়াটস্যাপ চ্যাটের প্রিন্ট আউট দেখিয়ে দাবি করেন, শুভেন্দু তার সুস্থতা প্রার্থনাকারী একজনকে লিখেছেন, ‘তোর বেগম মমতা কেমন আছে?’‌ এমনকী শুভেন্দুকে এক মহিলা টেক্সট ছিল, আপনার মানসিক সুস্থতা কামনা করি। জবাবে শুভেন্দু লিখেছেন, ‘‌তোর বর কয়লা ভাইপোর চোখ ঠিক হল?’‌

এরপর থেকেই বিতর্কে জড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা। তার সেই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট টুইট করে যুব তৃণমূল নেতা সুদীপ রাহা বলেছেন, ‘‌বিরোধী দলনেতার আচরণ লোফারদের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অশালীন ভাষায় আক্রমণ করছেন তার বিচার হওয়া উচিত।’‌ যুব নেতা সুদীপ রাহার দাবি, যাঁরা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, তাঁদের অশালীন ভাষায় জবাব দিয়েছেন শুভেন্দু।
যদিও বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই নিয়ে সরব হতে পারেন শুভেন্দু অধিকারী।

You may also like