মহানগর ডেস্ক: পেটিএমে অ্যাটর্নির কাছ থেকে বকশিস নেওয়ায় সাসপেন্ড হল এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) এক সাফাইকর্মী (Sweeper Suspended)। আদালত কক্ষে অ্যাটর্নির কাছ থেকে পেটিএমে (Tips Received Via Paytm) বকশিস নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আদালত তাকে সাসপেন্ড করে। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে আদালত চত্বরে ওই সাফাইকর্মী পেটিএমে আইনজীবীদের কাছে বকশিস নিচ্ছে। তাকে আইনজীবীদের কাছ থেকে আর্থিক সাহায্য নেওয়ার ব্যাপারে তাঁদের অভিনব উপায় বাতলাতে শোনা গিয়েছে। পেটিএম কোড তার কব্জিতে লেখা ছিল। সেই কোড দেখে সাফাইকর্মীর কথামতো পেটিএমে টাকা পাঠান আইনজীবীরা। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় একাধিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ায় ওই সাফাইকর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ করে তাকে সাসপেন্ড করা হয়।
সাফাই কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজেশ বিন্দল, এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার সাসপেনশনের নির্দেশ অনুমোদন করেন রেজিস্ট্রার জেনারেল আশিস গর্গ। সংবাদ মাধ্যমকে তিনি জানান, হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশের অধীনে সাফাই কর্মীর বিরুদ্ধে আদালতে পেটিএম ওয়ালেট ব্যবহার করে বকশিস নেওয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাসপেনশনের নির্দেশে আরও জানানো হয় ওই সাফাই কর্মী যেহেতু অন্য কোনও কাজ করে না, তাই সাসপেনশন চলাকালীন একটি ভাতা দেওয়া হবে। জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আপাতত সে আদালতের নজরত বিভাগে কাজ করব। এবং বিনা অনুমতিতে সে আদালত ছেড়ে কোথাও যেতে পারবে না।