Home Featured Syed Mushtaq Ali Trophy: ৭৫ রানে অপরাজিত কোহলি! ২২ গজে অসমের মুখরক্ষা রিয়ান পরাগের মারে

Syed Mushtaq Ali Trophy: ৭৫ রানে অপরাজিত কোহলি! ২২ গজে অসমের মুখরক্ষা রিয়ান পরাগের মারে

by Arpita Sardar

মহানগর ডেস্ক: চলছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। রবিবার ছিল মিজোরাম বনাম অসমের ম্যাচ। সেই ম্যাচে ১৬.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১১৮ রানে জয় হয় অসমের। ২১ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে অলরাউন্ডার রিয়ান পরাগ। ৪ ওভারে ১টি উইকেটের বিনিময়ে তার সংগৃহীত রান ছিল মাত্র ১৮। তবে ক্রমশ আগ্রাসী হয়ে উঠতে শুরু করে রিয়ান। কিন্তু শেষমেষ ৫২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে হাফ-সেঞ্চুরিতেই থেমে যেতে হয় তাঁকে। ৩০ বলে তিনি হাঁকিয়েছেন ৪টি চার ও ২টি ছক্কা। ২টি করে উইকেট নেন মৃন্ময় দত্ত ও রোশন আলম। এছাড়া শুভম মণ্ডল ৩৯ রান ও ডেনিস দাস করেন ১৫ রান।

অন্যদিকে, খাতাই খুলতে পারলেন না বাংলা ছেড়ে সদ্য মিজোরামে যোগ দেওয়া শ্রীবৎস গোস্বামী। ব্যাট হাতে একা লড়লেন মিজোরামের ক্যাপ্টেন।
কিন্তু ব্যর্থ হয় কোহলির দৃঢ় অধিনায়কত্বতায় অনবদ্য হাফ-সেঞ্চুরি। রাজকোটে টস হেরে এলিট-এ গ্রুপের ম্যাচে শুরুতেই ব্যাট হাতে মাঠে নামে মিজোরাম। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহীত রান ১১৫। ৫২ বলের ইনিংসে কোহলি ৮টি চার সহ ৭৫ রান তোলেন। এছাড়া জোসেফ করেন মাত্র ১২ রান।

পাশাপাশি রিয়ান পরাগের অল-রাউন্ড পারফর্ম্যান্সে ভর করে অসম শেষমেশ টেক্কা দেয় মিজোরামকে। প্রথম ম্যাচে তিনি বিদর্ভের বিরুদ্ধে ১৯, দ্বিতীয় ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে অপরাজিত ২৮ ও তৃতীয় ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধেও ২৮ রান সংগ্রহ করেন। টুর্নামেন্ট জুড়ে মাত্র ৩টি উইকেট নিতে সক্ষম হয়েছেন পরাগ।

You may also like