মহানগর ডেস্ক: বাড়ছে কেন্দ্র সরকারি কর্মচারিদের মহার্ঘ ভাতা। সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা (7th Pay Commission DA) বাড়ল ৪ শতাংশ। একাধিক প্রতিবেদন অনুযায়ী তার মানে এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ দাঁড়ালো ৩৮ শতাংশ। এমনটাই সবুজ সংকেত দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা।
দুর্গাপুজোর আগেই শেষবার মোদীর ডাকে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই বৈঠক থেকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এর সঙ্গেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আয়ের উপর মহার্ঘ ভাতা চার শতাংশ করে বাড়ানোর সিদ্ধান্তেই সিল মোহর দিয়েছে ক্যাবিনেট।
যদিও মোদী সরকারের তরফে ডিএ বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে তেমন কোনও সরকারি ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, তবে শীঘ্রই এই ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার বলে খবর। সেই বর্ধিতা ডিএ ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে বলেও সূত্রের খবর।
প্রসঙ্গত রাজ্য সরকার তার সরকারি কর্মচারীদের বকেয়া ৩ শতাংশ মহার্ঘ ভাতা মেটানো নিয়ে শুরু করেছে একাধিক টালবাহানা। একাধিকবার অমান্য করছে হাইকোর্টের নির্দেশকে। ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে রাজ্য সরকারকে কৌশলগতভাবে চাপে রাখতে চাইছে বলে মত রাজনৈতিক মহলের।