মহানগর ডেস্ক: সারাদেশের কোটি কোটি মানুষ দেশ এবং রাজ্য উভয় সরকারের তরফে বিনামুল্যে কিংবা একেবারে ন্যূনতম মূল্যে রেশনের সুবিধা উপভোগ করে আসছেন। আর এই রেশন ব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও সচল রাখার জন্য একাধিক সময়ে রেশন কার্ড সংক্রান্ত নানান পরিবর্তন নিয়ে এসেছে সরকার। এবার সেই ক্ষেত্রে দেশের মানুষকে বড় উপহার দিতে চলেছে UIDAI। আপনিও যদি বিনামূল্যে বা ন্যূনতম মূল্যে রেশনের সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই তথ্য জেনে রাখা খুবই জরুরি।
দেশে আধার প্রদানকারী সংস্থা UIDAI। তারা জানিয়েছে, এবার এক আধারেই সারা দেশের যে কোন জায়গা থেকে রেশন নেওয়া যাবে। রেশন নিয়ে UIDAI তাদের অফিসিয়াল টুইটে লিখেছে যে, ‘এখন আপনি আধারের মাধ্যমে সারা দেশের যে কোনও জায়গা থেকে নিশিন্তে রেশন নিতে পারবেন। এর ফলে খুব সহজেই রেশন পেতে পারবেন সাধারণ মানুষ। কিন্তু মাথায় রাখতে হবে, এই কাজের জন্য অবশ্যই আপনার আধার আপডেট প্রয়োজন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগেশিপ প্রোজেক্ট ‘ওয়ান নেশন ওয়ান আধার’ প্রোগ্রামের মাধ্যমে আপনি আধার কার্ড দিয়েই সারা দেশ থেকে রেশন নিতে পারেন। কিন্তু শর্ত অনুযায়ী আধার আপডেটের জন্য আপনাকে নিকটবর্তী আধার কেন্দ্রের সাথে যোগাযোগ করে
আপডেট করাতে হবে। তবে নিকটবর্তী আধার কেন্দ্রের খোঁজ না থাকলে এর অফিসিয়াল ওয়েবসাইট https://bhuvan.nrsc.gov.in/aadhaar/- এর মাধ্যমে নিজের নিকটবর্তী আধার কেন্দ্র অনুসন্ধান করতে পারেন। এমনকি আধার সংক্রান্ত যেকোনো সমস্যা হলে ২৪ ঘন্টার টোল ফ্রি নম্বর ১৯৪৭ এ ফোন করেও আধার সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।